ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোনের দেয়া কলমেই সই করলেন উন

প্রকাশিত: ০৪:৫৫, ১৪ জুন ২০১৮

বোনের দেয়া কলমেই সই করলেন উন

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সম্পর্কে নানা জিজ্ঞাসার উত্তর সহজে মিললেও কৌতূহলি মন আটকে যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাছে এসে। নিরাপত্তার ঘেরাটোপে কিমের সম্পর্কে জানা যায় খুব কমই; সেই নিরাপত্তা যে কতটা কঠোর তা দেখা গেল সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে। ঐতিহাসিক এই বৈঠকের যৌথ ঘোষণায় স্বাক্ষরের সময় কলম নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে প্রমাণিত হয় কিমের গোপনীয়তা রক্ষায় তার দেশ কতটা সতর্ক। খবর ওয়েবসাইট। মঙ্গলবার যৌথ ঘোষণায় স্বাক্ষরের সময় ভিডিওতে কলম নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নজরে এসেছে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের সাংবাদিকদের। এক প্রতিবেদনে তা তুলেও ধরেছেন তারা। যৌথ ঘোষণার দলিলে সই করতে যখন বসেছেন ট্রাম্প ও উন, তখন দুজনের সামনেই ছিল একটি করে কলম। স্বাক্ষরের আগ মুহূর্তে দেখা যায়, কিমের একজন নিরাপত্তা কর্মকর্তা দস্তানা পরে সাদা একটি কাপড়ে কলমটি ঘষছেন।
×