ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অটোরিক্সা চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত: ০৪:৪২, ১৪ জুন ২০১৮

অটোরিক্সা চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের  অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নগরীর বিভিন্ন সড়কে চলাচলকারী অটোরিক্সা চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের জিম্মি করে হঠাৎ করেই অটোরিক্সা চালকেরা নির্ধারিত ভাড়ার দ্বিগুণ হারে আদায় করছে। বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে প্রতিনিয়ত চালক ও যাত্রীদের মধ্যে বাগ্বিতন্ডা হচ্ছে। ঘটছে মারামারির ঘটনাও। অথচ এর কোন প্রতিকার মিলছে না। পৌর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে দায়ী অটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নগরীর চরপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আল আমিন (৩৫) প্রতিদিন ব্যবসা পরিচালনার জন্য গাঙিনাপাড় মার্কেটে যাতায়াত করেন। চরপাড়া মোড় থেকে গাঙিনাপাড় ট্রাফিক মোড় পর্যন্ত অটোরিক্সার নির্ধারিত ভাড়া ৫ টাকা। কিন্তু গত মঙ্গলবার থেকে যাত্রীদের কাছ থেকে হঠাৎ করেই এই ভাড়া নেয়া হচ্ছে ১০ টাকা করে। নগরীর টাউনহল মোড় থেকে গাঙিনাপাড়, পাটগুদাম ব্রিজ মোড় থেকে চরপাড়াসহ বিভিন্ন পয়েন্টে যাতায়াতকারী প্রত্যেক অটোরিক্সার চালক এভাবে যাত্রীদের জিম্মি করে ৫ টাকার ভাড়া ১০ টাকা, আর চরপাড়া মোড় থেকে টাউন হল মোড়ের ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায় করছে। একইভাবে টাউন হল মোড় থেকে খাকডহর কিংবা পাট গুদাম ব্রিজ মোড় থেকে টাউন হল মোড়ের ১০ টাকার ভাড়া বাড়িয়ে ২০ টাকা করে নেয়া হচ্ছে। এ নিয়ে কোন যাত্রী প্রতিবাদ করলে উল্টো তাকে নাজেহাল করা হচ্ছে। নগরীর বাউন্ডারি রোডের ব্যবসায়ী আব্দুল হামিদ অভিযোগ করে জানান, প্রকাশ্য বাড়তি ভাড়া নিচ্ছে অটো চালকেরা। প্রতিবাদ করলে অটোরিক্সায় উঠতে দেয়া হচ্ছে না। অথচ বিষয়টি পৌর কর্তৃপক্ষ না দেখার ভান করছে। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নাকের ডগায় প্রতিদিন অটোরিক্সা চালকেরা যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করলেও এর কোন প্রতিকার মিলছে না। অপ্রিয় হলেও সত্য, কেবল কম ভাড়ার কারণে অনুমোদনবিহীন এসব অটোরিক্সার বৈধতার প্রশ্নে নগরবাসী বিষয়টি মেনে নিয়েছিল। ময়মনসিংহ পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম জনকণ্ঠকে জানান, বাড়তি ভাড়া আদায় বন্ধে নগরীতে মাইকিং করা হয়েছে। তারপরও কোন অটোচালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে লাইসেন্স বাতিলসহ ব্যবস্থা নেয়া হবে। প্রতিবারই ঈদের আগে ও পরে অটোরিক্সা চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের এ রকম অভিযোগ উঠলেও পৌর কর্তৃপক্ষ কোন চালকের লাইসেন্স বাতিল করেছেন এমন নজির নেই!
×