ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে কবি গুরুর স্মৃতিস্তম্ভ

প্রকাশিত: ০৪:৩৮, ১৪ জুন ২০১৮

 সিলেটে কবি গুরুর  স্মৃতিস্তম্ভ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে ধরে রাখতে মঙ্গলবার সিলেট নগরীর মাছিমপুর মণিপুরীপাড়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। কবিগুরুর স্মৃতি বিজড়িত মাছিমপুরে নির্মিত স্মৃতিস্তম্ভে শোভা পাচ্ছে কবিগুরুর আবক্ষ মূর্তি। সিলেট নগরীর মাছিমপুর মণিপুরীপাড়ায় নির্মিত স্মৃতিস্তম্ভে কবিগুরুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়র বলেন, সিলেট পীর আউলিয়া সাধক মহাপুরুষদের পাদস্পর্শে ধন্য। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সিলেটে কবিগুরুর আগমন ইতিহাসের অংশ। ইতিহাস সংরক্ষণে রবীন্দ্র স্মৃতিস্তম্ভ নির্মাণ ও আবক্ষ প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এটা পর্যটকদেরও আকর্ষণ করবে। মাছিমপুর মণিপুরীপাড়ার পঞ্চায়েত সভাপতি সত্যজিৎ সিংহ সত্যবানের সভাপতিত্বে ও ডাঃ সিধু সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ এন কে সিনহা, সিলেট নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ইলা সিনহা, ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপী, বাংলাদেশ মণিপুরী ডক্টরস ফোরামের আহ্বায়ক ডাঃ পরেশ চন্দ্র সিংহ, মাছিমপুর গোপীনাথ জিউর মন্দির কমিটির সভাপতি অলক সিংহ, মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলার সভাপতি নির্মল কুমার সিংহ প্রমুখ।
×