ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে ব্রাজিল সমর্থকের কান্ড

প্রকাশিত: ০৪:৩৭, ১৪ জুন ২০১৮

নাটোরে ব্রাজিল  সমর্থকের কান্ড

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ জুন ॥ বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের সর্বত্র বিভিন্ন দলের ফুটবল সমর্থকরা ভেসে যাচ্ছেন আনন্দ উত্তেজনায়। সারাদেশের মতো নাটোরেও ব্রাজিল, আর্জেটিনা দলের সমর্থকদের পাশাপাশি অন্যান্য দলের সমর্থকদের মাঝে বিরাজ করছে চাঞ্চল্য ও উত্তেজনা। প্রিয় দলকে সমর্থন দিতে বাংলাদেশে বড় বড় পতাকা তৈরি, মিছিলসহ কতই না কিছু করছেন সমর্থকরা। তবে এবার নাটোর সদর উপজেলার রফিকুল ইসলাম নামের এক ব্রাজিলিয়ান সমর্থক তার শেষ সম্বল ষাঁড় গরু বিক্রি করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন। রফিকুলের প্রজেক্টরে বিশ্বকাপ খেলা দেখবেন বলে প্রত্যন্ত এলাকার এই ফুটবলপ্রেমী মানুষরা সত্যিই অনেক খুশি। রফিকুল ইসলাম জানান, গত বিশ্বকাপে তিনি তার এলাকায় একটি দোকানে বিশ্বকাপ খেলায় তার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়েছিলেন। টিভিতে খেলা দেখার টিকেটের হার ছিল মাত্র ৫ টাকা। কিন্তু তার পকেটে ৫ টাকা না থাকায় সেদিন আর প্রিয় দলের খেলা দেখতে পারেনি। সেদিন বের করে দেয়া হয় খেলা দেখানোর ঘর থেকে। সেদিন প্রিয় দলের খেলা দেখতে না পেরে অত্যন্ত মর্মাহত হন তিনি। আত্মসম্মানবোধ থেকে মনের কষ্ট মনের ভেতর চেপে রেখে সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, নিজে একটি প্রজেক্টর কিনে নিজে ও অন্যকে প্রিয় দলের খেলা দেখার সুযোগ করে দেবেন। সেই লক্ষে গত দুই বছর আগে তিনি সমিতি থেকে টাকা তুলে ১৯ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন। অতঃপর সেই গরু ৭৮ হাজার টাকায় বিক্রি করে গত ৭ জুন প্রায় ৪৩ হাজার টাকায় প্রজেক্টর কিনে আনেন।
×