ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে ট্রেন গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ০৪:৩৭, ১৪ জুন ২০১৮

সৈয়দপুরে ট্রেন  গণহত্যা দিবস  পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ১৯৭১ সালের ১৩ জুন সৈয়দপুরে ট্রেন গণহত্যা দিবস পালিত হয়েছে। শহীদ স্মৃতি রক্ষা কমিটি সৈয়দপুরের উদ্যোগে দিবসটি পালন করা হয়। শহরের গোলাহাট বধ্যভূমিতে ট্রেন গণহত্যা দিবসের মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শহরের শহীদ তুলশীরাম সড়ক থেকে একটি মৌন পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলাহাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে স্থানীয় সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরী, আওয়ামী লীগ উপজেলা ও পৌর কমিটি, স্মরনিকা পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়। প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৩ জুন নীলফামারীর সৈয়দপুরে শহরের সংখ্যালঘু হিন্দু ও মাড়োয়ারী সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুদের নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার কথা বলে স্থানীয় রেলওয়ে স্টেশনে জড়ো করা হয়। পরে তাদের একটি বিশেষ ট্রেনে তুলে নিয়ে গিয়ে শহরের উপকণ্ঠে গোলাহাট এলাকায় হানাদার পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসররা প্রায় সাড়ে ৪শ’ নারী-পুরুষ ও শিশুকে ট্রেনের মধ্যে নির্মমভাবে হত্যা করে।
×