ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (বহুনির্বাচনী প্রশ্ন) - নবম ও দশম শ্রেণি

প্রকাশিত: ০৭:৪১, ১৩ জুন ২০১৮

শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (বহুনির্বাচনী প্রশ্ন) - নবম ও দশম শ্রেণি

শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ (প্রথম অধ্যায়) ১। শিক্ষার্থীর সর্বাঙ্গিক বিকাশের জন্য কিসের প্রয়োজন হয়? (ক) শারীরিক শিক্ষা (খ) খেলাধুলা (গ) গতিবিদ্যা (ঘ)জীববিদ্যা। ২। মানসিক বিকাশ সাধন হয় যে প্রক্রিয়ায়- (র) উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন (রর) সেবা ও আত্মত্যাগে উদ্ধুদ্ধ হওয়া (ররর) নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৩। শারীরিক শিক্ষার কর্মসূচী নিয়মিত অনুশীলনের মাধ্যমে কী লাভ করা যায় ? (ক) অর্থ (খ) সম্মান (গ) সুস্থ জীবন (ঘ) অধিক শক্তি। ৪। এক বিদ্যালয়ের সাথে অন্য বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাকে কী বলে ? (ক) অন্তঃক্রীড়া (খ) আন্তঃক্রীড়া (গ) লীগ ক্রীড়া (ঘ) প্রীতি ম্যাচ প্রতিযোগিতা। ৫। কোনটি একে অপরের পরিপূরক ? (ক) শরীর ও শারীরিক শিক্ষা (খ) শরীর ও মন (গ) মন ও মানসিক অবস্থা (ঘ) শরীর ও শরীরচর্চা। ৬। সকল ছেলেমেয়েদের শারীরিক শিক্ষার প্রয়োজন। কেননা শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য- (ক) ব্যক্তির বুদ্ধির বিকাশ সাধন করা (খ) ব্যক্তির শরীর গঠন করা (গ) সামাজিক উৎকর্ষ সাধন করা (ঘ) ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন করা। ৭। শারীরিক সুস্থতা অর্জনের প্রধান উদ্দেশ্য কোনটি ? (ক) ¯œায়ু ও মাংসপেশির সমন্বয়ে কর্মক্ষমতা বৃদ্ধি করা (খ) নেতৃত্বদানের ক্ষমতা অর্জন (গ) সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন (ঘ) উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন। ৮। আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয় কোনটি মাধ্যমে? (ক) ধর্মীয় শিক্ষা (খ) খেলাধুলা (গ) সেবামূলক কর্মকান্ড (ঘ) নেতৃত্বদান। ৯। আধুনিক শিক্ষা ব্যবস্থা গুরুত্ব আরোপ করেছে - (ক) বিদ্যালয়ের পরিচ্ছন্নতা (খ) শারীরিক শিক্ষার ক্লাস (গ) দৈহিক ও মানসিক বিকাশ (ঘ) ক্রীড়া ও শিক্ষার সমন্বয়। ১০। কীভাবে ব্যক্তিসত্তার সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন হয়? (ক) সুনিয়ন্ত্রিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে (খ) জ্ঞান অর্জনের মাধ্যমে (গ) কঠোর পরিশ্রমের মাধ্যমে (ঘ) অধিক খাদ্য গ্রহণের মাধ্যমে। ১১। একজন শিক্ষার্থীকে মানসিক ও আত্মিকভাবে কেন পরিপূর্ণ হতে হবে ? (ক) পড়াশোনার একঘেয়ামি দূর করার জন্য (খ) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য (গ) সামাজিক মূল্যবোধ বৃদ্ধিও জন্য (ঘ) সহযোগিতার মনোভাব বৃদ্ধি করার জন্য। ১২। দেহের প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনটির প্রয়োজন? (ক) শারীরিক বৃদ্ধি (খ) শারীরিক সুস্থতা (গ) নিয়মিত ব্যায়াম (ঘ) লেখাপড়া ও শরীরচর্চা। ১৩। নিশি ষষ্ঠ শ্রেনির ছাত্রী। তার সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য কোনটি ভূমিকা রাখবে ? (ক) স্বীকৃতি (খ) অর্থনীতি (গ) শারীরিক শিক্ষা (ঘ) সামাজিক বিজ্ঞান। ১৪। ঝর্না প্রায় সময়ই অসুস্থ থাকে। সে শারীরিক সুস্থতা অর্জন করতে পারলে - (র) ভালো করে খেলতে পারবে (রর) সহিষ্ণুতা অর্জন করতে পারবে (ররর) কঠোর পরিশ্রম করতে পারবে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। শিক্ষর্থীর সামাজিক প্রতিফলন আমরা প্রত্যক্ষভাবে লক্ষ করি - (র) খেলাধুলায় (রর) মানসিকতায় (ররর)ব্যায়ামে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৬। শরীরের সাথে মনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। শারীরিক শিক্ষার লক্ষ্য হলো- (র) নৈতিক সামাজিক গুণাবলি জাগ্রত করা (রর) আবেগিক সামাজিক গুণাবলি জাগ্রত করা (ররর) সামাজিক গুণাবলি জাগ্রত করা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৭। একজন শিক্ষার্থী শারীরিক শিক্ষার মাধ্যমে যে সব সামাজিক গুণাবলি অর্জন করবে- (র) সমাজবদ্ধ হয়ে চলা (রর) সামাজিক দায়িত্ববোধ জেগে উঠা (ররর) সমাজের মঙ্গল সাধন করা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৮। শারীরিক শিক্ষার ফলে ছেলেমেয়েরা - (র) সুস্থ-সবল হয়ে গড়ে উঠবে (রর) দায়িত্বশীল হয় (ররর) আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৯। শিশুর ক্ষেত্রে যখন শারীরিক শিক্ষার কর্মসূচি নির্ধারণ করতে হয় তখন বিবেচ্য বিষয় হলো- (র) শিশুর সামর্থ্য (রর) শিশুর মানসিক দক্ষতা (ররর) শিশুর আগ্রহ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর নিচের উদ্দীপকটির আলোকে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও ঃ হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ সাধনের জন্য স্কুলে প্রয়োজনীয় অনুষ্ঠান ও নানা পদক্ষেপ নিয়ে থাকে। এর ফলে স্কুলটি সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ২০। হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয় কীভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ সাধনের জন্য কাজ করে? (ক) জৈবিক সত্তাকে সামাজিক সত্তায় রূপান্তর করা (খ) সামাজিক সত্তাকে জৈবিক সত্তায় রূপান্তর করা (গ) সামাজিক সত্তাকে নৈতিক সত্তায় রূপান্তর করা (ঘ) ধর্মীয় সত্তার উন্নতি সাধন। ২১। স্কুলটির গৃহীত পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ সাধনের আওতাভূক্ত হচ্ছে? (র) শারীরিক (রর) মানসিক (ররর) আত্মিক নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা এই সংজ্ঞাটি কার? (ক) ডি কে মিথিউস (খ) হপ স্মিথ (গ) জে বি ন্যাশ (ঘ) ক্লিফ টনের। ২৩। শরীর, মন ও আতœার সর্বোচ্চ বিকাশ সাধনই হলো- (ক) শারীরিক শিক্ষা (খ) শিক্ষা (গ) মনোবিদ্যা (ঘ) জীব বলবিদ্যা। ২৪। পরিকল্পিত শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা বৃদ্ধির মূল কারণ কী? (ক) অধিক পরিশ্রম (খ) উপযুক্ত খাদ্যের অভাব (গ) যন্ত্র নির্ভরযুগে কায়িক পরিশ্রম কমে যাওয় (ঘ) অঙ্গপ্রত্যঙ্গের কর্মশক্তি কমে যাওয়া। ২৫। শিক্ষর্থীদের নিয়মিত খেলাধুলা করার ফলে কোনটি ঘটে? (ক) রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস (খ) মানসিক গুন অর্জন (গ) মানসিক দক্ষতা বৃদ্ধি উত্তরমালা: ১(ক), ২(ঘ), ৩(গ), ৪(খ), ৫(খ), ৬(ঘ), ৭(ক), ৮(খ), ৯(গ), ১০(ক), ১১(ক), ১২(খ), ১৩(গ), ১৪(ঘ), ১৫(ক), ১৬(ঘ), ১৭(ঘ), ১৮(ঘ), ১৯(খ), ২০(ক), ২১(ঘ), ২২(ক), ২৩(ক), ২৪(গ), ২৫(খ)
×