ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিত্য নতুন রাইডের সংযোজন ড্রিম হলিডে পার্কে

প্রকাশিত: ০৭:১৭, ১৩ জুন ২০১৮

নিত্য নতুন রাইডের সংযোজন ড্রিম হলিডে পার্কে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বপ্নকে দৃশ্যমান করে তুলেছেন এ দেশের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা। স্বপ্নের সাথে মিল রেখে তিনি মানুষের বিনোদনের জন্য গড়ে তুলেছেন ‘ড্রিম হলিডে পার্ক।’ কোলামুখর ঢাকা থেকে মাত্র ৪২ কিলোমিটার পা বাড়ালেই পাওয়া যাচ্ছে এই সুন্দর পরিবেশ। খোলা প্রকৃতির কাছে শিশু থেকে শুরু করে একেবারে বয়সী ভ্রমন পিয়াসীদের কাছে নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্ক এখন সবার কাছে হয়ে উঠছে এক আনন্দময় ভ্রমনের স্থান। কি নেই এই পার্কে। ছোটমনিদের জন্য আনন্দ উপকরনে ঠাসা এই পার্ক। রাইডার ছিল একসময় শিশুদের কাছে আর্কষনীয়। কিন্তু এখন নিত্য নতুন বিনোদনের উপকরন যোগ হয়েছে এই ড্রিম হলিডে পার্কে। ডাইনোসর থেকে শুরু করে একবারে ভূতের বাড়ি, হাতি বাঘ আর বানরের দাপাদাপি। সবই যেন নজর কাড়ে শিশু থেকে একেবারে বুড়ো বয়সীদেরও। এ পার্কের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা বলেছেন, বিভিন্ন দেশ ভ্রমনে পর্যটন নিয়ে মাথায় বেশ চিন্তা কাজ করেছে। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশে যদি সত্যিকার অর্থে একটি পার্ক গড়ে তোলা যায় তা হলে এখানে প্রচুর পর্যটকের আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, শিশুদের জন্য চাহিদা অনুযায়ী তেমন পার্কের সংখ্যাও কম। সেই ভাবনার পাখা মেলে তিনি শুরু করেন তার স্বপ্নের পার্ক। যার নাম এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।
×