ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে যোগ দিচ্ছে এফবিসিসিআই

প্রকাশিত: ০৭:১৭, ১৩ জুন ২০১৮

চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে যোগ দিচ্ছে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৩তম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে যোগ দিতে যাচ্ছে এফবিসিসিআই। এ উদ্দেশে আজ চীনে গেছেন সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি), সার্ক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং ইউনান প্রাদেশিক সরকার যৌথভাবে এ ফোরামের আয়োজন করেছে। এবারের ফোরামের মূল উদ্দেশ্যে ‘আন্তঃযোগাযোগ, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভের লক্ষে সহযোগিতা’। সভাটি অনুষ্ঠিত হবে চির বসন্তের শহর চীনের কুনমিংয়ে। বাংলাদেশের তেল পরিশোধন, ওষুধ খাত, পর্যটন এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের জন্য বিসিআইএম সদস্য দেশগুলোকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। এছাড়াও এফবিসিসিআই নেতা বিসিআইএম সদস্য দেশগুলোকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটপণ্য, চামড়াজাত পণ্য, আসবাবসামগ্রী, প্লাস্টিক সামগ্রী ও সিরামিক পণ্য আমদানির আহ্বান জানাবেন। ফোরামে এফবিসিসিআই এবং সিসিপিআইটি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা শক্তিশালী করা এবং তথ্য বিনিময় আরও উন্নত করার লক্ষে এ স্মারক সই করা হবে।
×