ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুটির আগে পুুঁজিবাজারে সূচক ও লেনদেনে অগ্রগতি

প্রকাশিত: ০৭:১৪, ১৩ জুন ২০১৮

ছুটির আগে পুুঁজিবাজারে সূচক ও লেনদেনে অগ্রগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ইতিবাচক লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৫৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ কোটি ৮৬ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৪৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৮৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিক, ফার্মা এইড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, আলিফ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার ও ইন্ট্রাকো রিফুয়েলিং। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ, আইসিবি, পপুলার লাইফ, মুন্নু সিরামিক, কেডিএস এক্সেসরিজ, ফার্মা এইড, পদ্মা লাইফ, এমবে ফার্মা ও রিপাবলিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্ট, গ্লোবাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, সিমটেক্স, আনালিমা ইয়ার্ন, এশিয়া ইন্স্যুরেন্স ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
×