ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খেলবেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই মুস্তাফিজ

প্রকাশিত: ০৭:১২, ১৩ জুন ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ শুরু হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। এখনও হাতে সময় আছে। ৪ জুলাই প্রথম টেস্ট দিয়ে দুই দলের মধ্যকার দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি২০ ম্যাচের সিরিজ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় এ পূর্ণাঙ্গ সিরিজের দুই টেস্টে খেলতে পারবেন না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। টেস্ট সিরিজে থাকছেন না মুস্তাফিজ। তিনি যে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগ পর্যন্ত পুরোপুরি ইনজুরিমুক্ত হতে পারবেন না। তাই টেস্ট সিরিজে মুস্তাফিজকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। মুস্তাফিজ যে টেস্ট সিরিজে নাও থাকতে পারেন, সেই ইঙ্গিত বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরীই দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে। ওকে (মুস্তাফিজকে) আমরা আসন্ন শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের যে খেলা আছে সেখানে খেলাব। ফিটনেসের জন্যই মূলত দুটি ম্যাচ খেলাব। যদি সে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি কোন ঝক্কি ছাড়া খেলতে পারে তারপর সে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দিতে পারবে। তবে প্রথম টেস্টে থাকাটা ওর জন্য কঠিন হবে। আসলে ও বোলিং শুরু করলে বুঝতে পারব সিরিজে সে খেলতে পারবে কি না। তবে সামান্যতম সমস্যা হলেও ওকে আমরা খেলার অনুমতি দেব না।’ শ্রীলঙ্কার ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ শুরু হবে ২৬ জুন। দুই দল তিনটি চারদিনের ম্যাচ খেলবে। দ্বিতীয় চারদিনের ম্যাচটি ৩ জুলাই ও তৃতীয় চারদিনের ম্যাচটি ১০ জুলাই শুরু হবে। তার মানে তিনটি ম্যাচ শেষ হতে লাগবে ১৩ জুলাই। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ৪ জুলাই ও দ্বিতীয় টেস্ট ১২ জুলাই শুরু হবে। যদি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় চারদিনের ম্যাচ খেলে মুস্তাফিজ, তাহলে বোঝাই যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মুস্তাফিজকে রাখা হবে না। আর যদি না খেলেন তাহলে তো ওয়ানডে সিরিজেও মুস্তাফিজের খেলা নিয়ে থেকে যাবে সংশয়। সবকিছুই আসলে নির্ভর করছে মুস্তাফিজের ইনজুরি থেকে মুক্ত হওয়ার ওপর। এ ইনজুরির জন্য শেষ মুহূর্তে দলের সঙ্গে দেরাদুন যেতে পারলেন না মুস্তাফিজ। বাংলাদেশ তিন ম্যাচের টি২০ সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। দেবাশীষ তাই বলেছেন, ‘আইপিএল খেলতে গিয়ে গত মাসের ২০ তারিখে ও বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছে। এই ধরনের চোটে পড়লে সাধারণত আমরা ২১ দিনের জন্য কোন ধরনের ওজন না নেয়ার পরামর্শ দিয়ে থাকি। যেন কোনভাবেই পায়ের ওপরে চাপ না পড়ে। সমস্যা হয়েছে প্রথম এক সপ্তাহ ও পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেনি। সেজন্য আমরা গেল মাসের ২৫, ২৬ তারিখ থেকে ওর ২১ দিনের হিসেব করছি। সেক্ষেত্রে এ মাসের ১৪, ১৫ তারিখ ওর ২১ দিন হয়ে যায়। সেই পর্যন্ত ওকে ওজনহীন কার্যকলাপ চালিয়ে যেতে হবে। ঈদের পরে ওকে হাঁটার অনুমতি দেব। সেটা যদি ও করতে পারে তাহলে দৌড়ানোর অনুমতি পাবে। আমরা ধরে নিচ্ছি বোলিং করতে ওর ঈদের পরেও সপ্তাহখানেক লেগে যাবে। এটাও নির্ভর করছে ওর উন্নতির ওপর।’ আগামী সপ্তাহের শুরুতেই ঈদ হচ্ছে। তার মানে আগামী সপ্তাহে হাঁটা শুরু করবেন মুস্তাফিজ। যদি ঠিকমত হাঁটতে পারেন। তাহলে দৌড়ানো শুরু করবে। তাতে সফল হলেই পাবেন বোলিং করার অনুমতি। বোঝাই যাচ্ছে, কতটা কঠিন পথ মুস্তাফিজকে পাড়ি দিতে হবে। বোলিং করার অনুমতি পেয়েও এক সপ্তাহ তা করে যেতে হবে। ৩ জুলাইয়ের আগে পুরোদমে বোলিংয়ে ফিরতে হবে মুস্তাফিজকে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে যে কক্সাবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচটিতে খেলতে নামতে হবে। এ ম্যাচটিতে ভাল করতে পারলে, তৃতীয় ম্যাচে খেলবেন মুস্তাফিজ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলার অনুমতির বিষয়টি আসবে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষেই যদি ঠিকমত খেলতে না পারেন তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন কি করে। তবে এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না মুস্তাফিজ।
×