ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৭:১২, ১৩ জুন ২০১৮

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও অতিথি অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। সিরিজে না থেকেও আলোচনায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বহুল আলোচিত বল টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ সময়ের অন্যতম সেরা দুই তারকা। ওই সিরিজের বাকি সময়ে নেতৃত্ব দেন টিম পেইন। এবার ইংল্যান্ড সফরে ওয়ানডের দায়িত্বেও থাকছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সঙ্গে নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার। বলা হচ্ছে এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটে নতুন যুগের সুচনা হতে যাচ্ছে। অন্যদিকে ইয়ন মরগানের নেতৃত্বে রঙিন পোশাকে দারুণ খেলছে ইংলিশরা। আছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। আর বল টেম্পারিংয়ের পর ইমেজ ফেরানোর নতুন সংগ্রামে নামা ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ানদের অবস্থান পাঁচ নম্বরে। এই দুই দেশের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের (টেস্ট) পথচলা শুরু হয়েছিল প্রায় ১৪০ বছর আগে। আর ১৯৭১ থেকে এ পর্যন্ত মুখোমুখি ১৪২ ওয়ানডের ৮১টি জয়ে এগিয়ে অসিরা। ইংলিশদের জয় ৫৬। ২টি ওয়ানডে টাই হয়, ৩টি পরিত্যক্ত। বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে ঐতিহ্যের এ্যাশেজ সিরিজে বিধ্বস্ত হয় জো রুটের ইংল্যান্ড। তবে পাঁচ ওয়ানডের সিরিজ দুর্দান্তভাবে ৪-১এ জিতেছিল মরগানের দল। ওয়ানডতে ইংলিশরা যে ভাল ক্রিকেট খেলছে তার বড় প্রমাণ দীর্ঘদিন পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা। মরগানের দলে পাওয়ার হিটার ব্যাটসম্যানে ঠাসা। জনি বেয়ারস্টো, জস বাটলার, এ্যালেক্স হেলসদের সঙ্গে আছেন ক্ল্যাসিক্যাল জো রুটের মতো উইলোবাজ। অলরাউন্ড পজিশনে বেন স্টোকস, মঈন আলির কথা নতুন করে বলার কিছু নেই। পেস আক্রমণে ক্রিস ওকস, লিয়ম প্লাঙ্কেট, জ্যাক বলও দৃশ্যপট বদলে দিতে পারেন। অন্যদিকে স্মিথ-ওয়ার্নারকে ছাড়া প্রথম কোন সিরিজে নামা অস্ট্রেলিয়া সত্যি চাপে থাকবে। পুরনোদের মধ্যে এ্যারন ফিঞ্চ আর গ্লেন ম্যাক্সওয়েলের ওপর দায়িত্ব অনেক। ম্যাক্সওয়েল যদিও ফর্মে নেই। আর অভিজ্ঞতা বাড়াতে ওয়ানডেতে ফেরানো হয়েছে টেস্টের দুই নির্ভরযোগ্য পারফর্মার স্পিনার নাথান লেয়ন ও ব্যাটসম্যান শন মার্শকে। ব্যাটিংয়ে অধিনায়ক টিম পেইনকেও বড় দায়িত্ব নিতে হবে। আছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও বিলি স্টানলেক। প্রয়োজন হলে স্পিনে লেয়নকে সঙ্গ দিতে পারেন এ্যাস্টন এ্যাগারও। তবে জস হ্যাজলউড, এ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসনদের নিয়ে অসিদের পেস আক্রমণ বেশ ভাল। মাঠে নিষিদ্ধ হলেও দ্বিতীয় ওয়ানডে থেকে মাইক্রোফোন হাতে দেখা যাবে ওয়ার্নারকে। মাশের শেষ দিকে কানাডায় গ্লোবাল টি২০ টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে এই সিরিজে ধারাভাষ্য ক্ষক্ষে থাকবেন আলোচিত-সমালোচিত এই তারকা। অস্ট্রেলিয়ান এক টিভি চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
×