ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তারকাদের পদচারণায় মুখরিত রাশিয়া

প্রকাশিত: ০৭:১১, ১৩ জুন ২০১৮

তারকাদের পদচারণায় মুখরিত রাশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ সব পথ মিশে গেছে রাশিয়ায়। গোটা দুনিয়ার দৃষ্টি এখন ইউরোপের প্রতাপশালী এই দেশটিতে। কেননা বিশ্বের সবচয়ে বড় দেশে বৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকাক্সিক্ষত, বর্ণিল ও জমকালো আয়োজন বিশ্বকাপ ফুটবলের। ফিফা বিশ্বকাপের ২১তম আসর ঘিরে এখন রাশিয়ায় সাজ সাজ রব। আয়োজকরা বিশ্বকাপ সফল করতে সব ধরনের প্রস্তুত সম্পন্ন করেছে। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিরাপত্তার বিষয়ে সবাইকে নিশ্চিত করেছেন। তিনি যে কোন মূল্যে বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছে গেছে প্রায় সব দেশ। জার্মানিসহ হাতেগোনা বাকি কয়েকটি দেশ আজ মস্কো পৌঁছবে। বিভিন্ন দেশের তারকা ফুটবলারদের পদচারণায় এখন মুখরিত রাশিয়া। লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মোহাম্মদ সালাহ, রবার্ট লেভানডোস্কি, ইস্কো, পল পোগবাদের নিয়ে মেতে আছেন ভক্ত-সমর্থকরা। এই মুহূর্তে সবার দৃষ্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এর মধ্য দিয়েই যাত্রা শুরু হবে এবারের বিশ্বকাপ ফুটবলের। আয়োজকদের মূল লক্ষ্য নিরাপত্তা। কেননা বিশ্বব্যাপী এখন সন্ত্রাসীরা নানাভাবে তৎপর অপতৎপরতা চালাতে। তাইতো বিশ্বের বৃহত্তর দেশের রাজধানীতে দিন দিন যেমন মানুষ বাড়ছে, তেমন ব্যস্ততা বাড়ছে মস্কো পুলিশের। হোটেলগুলোয় প্রায় নিয়মিত পুলিশ আসছে এবং অতিথিদের খোঁজখবর নিচ্ছে। কখনও কখনও হোটেল বোর্ডারদের পাসপোর্টও পরখ করছেন পুলিশের লোকজন। তারা অতিথিদের একটি সিøপ ধরিয়ে দিচ্ছেন এবং সেটা সার্বক্ষণিক সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। মস্কো আসা বিভিন্ন দেশের মানুষের মধ্যে কেউ জঙ্গী তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মোটকথা নিরাপত্তার বিষয়ে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত আয়োজনের লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। প্রস্তুত ৩২টি দেশের খেলোয়াড় ও ভক্ত-সমর্থকরা। প্রস্তুত উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়ামও। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধনী অনুষ্ঠান যে জমজমাট হবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। শুধু কী বিনোদন জগতের তারকারা? ফুটবল কিংবদন্তি রোনাল্ডো লিমার উপস্থিতি অনুষ্ঠানে থাকবে বাড়তি চমক। কিছুদিন আগেই রাশিয়া বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ প্রকাশ করেছে ফিফা। লুঝনিকি স্টেডিয়ামের ৮০ হাজার ফুটবল সমর্থক উদ্বোধনী দিনে এই গানের তালে তালে মেতে উঠবেন। এ ছাড়া উপস্থিত দর্শকদের গানের মোহময়তায় মাতিয়ে রাখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী রবি উইলিয়ামস, রাশিয়ার শিল্পী আইদা গারিফুলিনা এবং চমক হিসেবে থাকবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো। এ ছাড়া মাঠে প্রায় ৫০০ নৃত্যশিল্পী ও ক্রীড়াবিদ থাকবেন, যারা বিভিন্ন কসরতের মাধ্যমে রাশিয়ার ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরবেন। এবারের রাশিয়া বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান অন্যান্য আসরের তুলনায় ব্যতিক্রম হবে বলে জানিয়েছে রাশান কর্তৃপক্ষ। এবারের আসর মূলত সঙ্গীতনির্ভর করার ব্যাপারে জোর দিয়েছে আয়োজকরা। অপেরা তারকা প্ল্যাসিদো ডমিনগোর পারফর্মেন্সের মাধ্যমে এবারের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ল্যাসিক্যাল সঙ্গীতের একটি নিজস্ব ভাষা আছে যা সব দেশের মানুষ বুঝতে সক্ষম। উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বের নানা দেশে সরাসরি সম্প্রচার করবে, যার মাধ্যমে স্টেডিয়ামের বাইরে থাকা কোটি কোটি দর্শক অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। এদিকে এক খবরে জানা গেছে, রাশিয়ায় আসার সময় নেইমার সঙ্গে করে নিয়ে এসেছেন সোনার ব্যাগ। তবে এই ব্যাগ কোন বিলাসবহুলতার প্রতীক নয়। বরং স্বর্ণখচিত এই ব্যাগটি ব্রাজিলিয়ান তারকা সঙ্গে এনেছেন সৌভাগ্যের প্রতীক হিসেবে। প্রায় ৮০ হাজার টাকা (৭০০ পাউন্ড) মূল্যের এই ব্যাগটির পেছন দিকে ছাপা আছে নেইমারে মা, বাবা, মেয়ে ও ছেলের ছবি। ২৬ বছর বয়সী নেইমারের বিশ্বাস পরিবারের মানুষজনকে সঙ্গে সঙ্গে রাখা তার জন্য মঙ্গলজনক হবে। যাতে করে তিনি আসন্ন বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স প্রদর্শন করতে পারেন।
×