ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসাধু দালালদের আইনের আওতায় আনা হবে ॥ প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৮, ১৩ জুন ২০১৮

অসাধু দালালদের আইনের আওতায় আনা হবে ॥ প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ অভিবাসন খাতে অসাধু দালালদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। দালালরা যত শক্তিশালীই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অভিবাসন খাতকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ বাস্তবায়ন চলছে। মঙ্গলবার রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে এ কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের ‘নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক তথ্য চিত্রের’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার। তথ্যচিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও নির্দেশনা প্রদান করেছেন অভিবাসন বিশেষজ্ঞ ও বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি, বিএমইটি মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী এবং তথ্যচিত্রের নির্মাতা অভিবাসন বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ। এছাড়াও মন্ত্রণালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও বক্তৃতা করেন মন্ত্রী। এইসব অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদেরকে প্রতারিত ও হয়রানি করলে, সে যেই হোক তাকে শাস্তি পেতে হবে। আমাদের কর্মীরা ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান। কিন্ত অদক্ষতা, ভাষা জ্ঞান না থাকা, চুক্তিপত্র না বুঝা, দালালের খপ্পরসহ নানা কারণে এই সকল নিরীহ ও দরিদ্র মানুষের একটা অংশ প্রতারণার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। বিদেশ গমন ইচ্ছুক কর্মীরা যাতে প্রতারণার শিকার না হন সেই লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে এই নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক তথ্যচিত্র। নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক এই তথ্যচিত্রটি বা এর মেসেজগুলো জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য সকলের কাছে অনুরোধ জানান তিনি। তথ্যচিত্রটির নির্মাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ তার বক্তব্যে বলেন, কর্মের সন্ধানে চাকরি নিয়ে বিদেশ যেতে আগ্রহী মানুষের একটা বড় অংশই জানে না বিদেশ যেতে কি কি ধাপ অনুসরণ করতে হয় এটা অনেকেই জানেন না। না জেনে না বুঝে অন্ধের মতো দালালদের খপ্পড়ে পড়ে বিদেশে চাকরি করতে যান। ফলে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে অনেকেই দেশে ফিরে আসে। তাই এই তথ্যচিত্রটিতে বিদেশ যাওয়ার আগে কিভাবে চুক্তিপত্র, ভিসার কপি, বেতন কত, স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, কিভাবে স্মার্ট কার্ড গ্রহণ করতে হয়, কর্মস্থলের পরিবেশসহ বিভিন্ন বিষয় জেনে বিদেশ যেতে হবে। এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।
×