ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন খুলে দেয়া হলো

প্রকাশিত: ০৬:১৯, ১৩ জুন ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন খুলে দেয়া হলো

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১২ জুন ॥ আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজটমুক্ত রাখতে নির্মাণাধীন ফোর লেন খুলে দেয়া হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে মঙ্গলবার সকালে গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়কের এই ফোর লেন খুলে দেয়া হয়। এদিকে ফোর লেনের নতুন রাস্তা খুলে দেয়ার পর মহাসড়কটি দিয়ে যানজটমুক্তভাবে যানবাহন চলাচল করছে। মঙ্গলবার সকাল ১১টায় মহাসড়কের মির্জাপুর ও দেওহাটা এলাকায় গিয়ে দেখা গেছে নির্বিঘেœ যানবাহন চলাচল করছে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও ছিল লক্ষনীয়। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোহন বলেন, অনুমোদনহীন কোন প্রকার যানবাহন যাতে মহাসড়কে উঠতে না পারে তার জন্য লিং রোডগুলোতে বাঁশকল লাগানো হয়েছে। এছাড়া দুই একটি পয়েন্ট ছাড়া ফোর লেন খুলে দেয়ায় একদিকে গাড়ির গতি বেড়েছে অন্যদিকে যানজটমুক্তভাবে যানবাহন চলাচল করছে বলে তিনি জানান। ফোর লেন প্রকল্পের প্রকল্প পরিচালক জিকরুল হাসান জানান, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন প্রকল্পটিতে সড়ক ফোর লেন করা ছাড়াও ২৬টি ব্রিজ ৬০টি কালভার্ট ৮টি ফ্লাইওভার ২টি রেল ফ্লাইওভার ও ১৩টি আন্ডারপাস রয়েছে। এই কাজের প্রায় ৬৫ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। আব্দুল মোনেম, মীর আক্তার হোসেন লিঃ, বিএনকো ও পেকটা নামে চার ঠিকাদার প্রতিষ্ঠান এই প্রকল্পটির নির্মাণ কাজ করছে। ঈদ যাত্রা নির্বিঘœ করতে ফোর লেনগুলো খুলে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মীর আক্তার হোসেন লিঃ এর হাইওয়ে প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস বলেন, আমরা ইচাইল থেকে টাঙ্গাইল বাইপাস এলাকা পর্যন্ত ৯টি ব্রিজসহ সাড়ে ২২ কিলোমিটার ফোর লেন সড়কের কাজ করেছি। ইতোমধ্যে আমাদের ৭০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। ফোর লেনের পুরো অংশই খুলে দেয়া হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় তিন বছর আগে এশিয়ান হাইওয়ে কানেকটিভিটি প্রকল্পের অধীনে যানজটপ্রবণ মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের নির্মাণ কাজ শুরু হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটি দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গসহ ২৬টি জেলার ৮ থেকে ১০ হাজার যানবাহন চলাচল করে থাকে। বছরের প্রায় প্রতিদিনই কমবেশি যানজট লেগে থাকত সড়কটিতে। এতে নিত্যদিন পোহাতে হতো সাধারণ যাত্রী ও চালকদের সীমাহীন দুর্ভোগ। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফোর লেনের কাজ শুরু হওয়ার পর থেকে সড়কটিতে যানজটের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। এর মধ্যে ধেরুয়া রেলক্রসিং ছিল যানজট সৃষ্টির অন্যতম একটি কারণ। গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউসার বলেন, কিছু অংশ ছাড়া ফোর লেন খুলে দেয়ায় মঙ্গলবার সারাদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছিল যানজটমুক্ত।
×