ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের উদ্যোগ

প্রকাশিত: ০৪:১৮, ১৩ জুন ২০১৮

আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী প্রকৌশলীরা সে দেশের পাশাপাশি নিজ দেশের উন্নয়নেও সম্পৃক্ত হতে আগ্রহী। অতি সম্প্রতি সিডনিতে গঠিত হয়েছে আইইবি (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ) এর অস্ট্রেলিয়া চ্যাপ্টার। এ চ্যাপ্টারের সঙ্গে যুক্ত হয়েছেন সে দেশে কর্মরত বাংলাদেশ থেকে বুয়েট, চুয়েট, রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনকারী প্রকৌশলীরা। এতে প্রাথমিকভাবে যুক্ত হয়েছেন দেড় শতাধিক প্রকৌশলী। আইইবি অস্ট্রেলীয় চ্যাপ্টার গঠনে তরুণ প্রকৌশলীদের মধ্যে রয়েছেন, সাইফুল ইসলাম, আবদুল মতিন, এএইচএম কামরুজ্জামান, সিদ্দিকুর রহমান, নিয়াজ শেখ, অসিম চৌধুরী, হাসান জিয়াদসহ অন্যরা। মূলত প্রকৌশলী হাসান জিয়াদসহ কয়েকজন এ সংগঠন গড়ার নেপথ্য কারিগর।
×