ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নদীবন্দর ও খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

প্রকাশিত: ০৪:১৭, ১৩ জুন ২০১৮

নদীবন্দর ও খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে কেন্দ্র করে দেশের প্রধান নদীবন্দর সদরঘাট, বরিশাল, চাঁদপুরসহ সব নদীবন্দর ও খেয়াঘাটে সরকারের নিয়োজিত ইজারাদাররা অতিরিক্ত টোল আদায়ের নামে নৈরাজ্য ও অস্বাভাবিক যাত্রী হয়রানি শুরু করেছে। চলতি সপ্তাহের প্রথমদিক থেকে এই নৈরাজ্য শুরু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এগিয়ে আসছে না। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপকমিটির সদস্যদের বিভিন্ন নদীবন্দর ও খেয়াঘাটে যাত্রীসেবা পরিস্থিতি পর্যবেক্ষণকালে এ তথ্য উঠে এসেছে। পর্যবেক্ষণকালে দেখা গেছে, সদরঘাটে খেয়া পারাপারে ইজারাদারদের নৌকায় ৫০ পয়সা টোল আদায়ের চুক্তি থাকলেও নৌকা ছাড়া শুধু ঘাটে নামতেই যাত্রী প্রতি ৫ টাকা হারে টোল আদায় করা হচ্ছে।
×