ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যানা হুদার আবেদন নাকচ

শর্ত পালনে ব্যর্থ হওয়ায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল

প্রকাশিত: ০৪:১৬, ১৩ জুন ২০১৮

শর্ত পালনে ব্যর্থ হওয়ায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল

স্টাফ রিপোর্টার ॥ নিবন্ধন পাওয়ার পরও কমিশনের শর্তাবলী পালনে ব্যর্থ হওয়ায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করে দিয়েছে ইসি। মঙ্গলবার কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, এর আগে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে কিছু তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছিল। সবগুলো দলই ইসিতে তাদের প্রতিবেদন জমা দিলেও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কমিশনে তথ্য না দেয়ায় দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে। এছাড়া তিনি বলেন, দলটি নিবন্ধনের শর্ত পালনে ব্যর্থ হয়েছে। এদিকে নির্ধারিত সময়ে নিবন্ধনের জন্য আবেদন না করায় নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপির’ আবেদনও নাকচ করে দেয়া হযেছে। ইসি সচিব বলেন, নির্ধারিত সময়ের পরে ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে একটি দলের নিবন্ধন চেয়ে আবেদন করেন। নির্ধারিত সময়ের পরে আবেদনটি আসায় কমিশন তা বাতিল করে দেয়। পরে তিনি আদালতে গেলে হাইকোর্ট কমিশনকে বিষয়টি বিবেচনা করতে বলে। কমিশন আদেশটি বিবেচনায় নিয়ে দলটির কাগজপত্র দেখে। আবেদনটি নির্ধারিত সময়ে আসেনি এবং সরকারী নির্ধারিত ফি জমা দেয়নি। তার আবেদন যাচাই-বাছাই করে আরও দেখা গেছে নিবন্ধন দেয়ার মতো যে তথ্য দরকার তা সেখানে নেই। তাই কমিশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। এর মধ্যে মঙ্গলবার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসরকারী সংস্থা প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের গড়ে তোলা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয়েছে। এর আগে জামায়াত ইসলামীর নিবন্ধনও বাতিল করে দেয় নির্বাচন কমিশন।
×