ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক মাসের মধ্যে হলি আর্টিজান মামলার চার্জশীট

প্রকাশিত: ০৪:১৬, ১৩ জুন ২০১৮

এক মাসের মধ্যে হলি আর্টিজান মামলার চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলার মামলার চার্জশীট আগামী এক মাসের মধ্যে দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিজানে অভিযানের সময় হামলাকারীরা নিহত হয়েছে। কিন্তু এর পেছনে যারা রসদ দিয়েছে। মদদ দিয়েছে। ঘর ভাড়া দিয়েছে। তাদের আমরা শনাক্ত করেছি। এর মধ্যে কিছু কিছু বন্দুকযুদ্ধে এনকাউন্টারে মারাও গেছে। বাকি যারা আছে তাদের উপযুক্ত শাস্তি বিধান করার জন্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন প্রয়োজন। এটি একেবারে শেষ পর্যায়ে। আমরা আশা করি মাস খানেকের মধ্যে হলি আর্টিজান মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করতে পারব। ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশীসহ ২০ জনকে হত্যা করে জঙ্গীরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ। হলি আর্টিজান মামলার তদন্তে থাকা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতবছর ডিসেম্বরের মধ্যে অভিযোগপত্র দেয়া সম্ভব হবে বলে জানিয়েছিলেন। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনকে হত্যা করে। যাদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশী নাগরিক। বাকি তিনজন ছিলেন বাংলাদেশী। এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ সদস্যও প্রাণ হারান।
×