ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধ্যাহ্নভোজে প্রাচ্য-প্রতীচ্যের মেলবন্ধন

প্রকাশিত: ০৪:০২, ১৩ জুন ২০১৮

মধ্যাহ্নভোজে প্রাচ্য-প্রতীচ্যের মেলবন্ধন

গরুর পাঁজরের মাংসের সঙ্গে টক-মিষ্টি শূকরের মাংস-সিঙ্গাপুরের ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের আপ্যায়ন তালিকায় এভাবেই মিশে ছিল পূর্ব ও পশ্চিমের স্বাদ। মঙ্গলবার দুই নেতার শীর্ষ বৈঠকের পর দুপুরের খাবারে প্রাচ্য ও প্রতীচ্যের মেলবন্ধনের অপূর্ব নজির পাওয়া গেছে। -খবর ওয়েবসাইটের। চিংড়ির ককটেল ও এ্যাভোকেডো সালাদ দিয়ে দুই নেতার ভোজনপর্ব শুরু হয় বলে হোয়াইট হাউজের প্রকাশ করা মেন্যুতে দেখা গেছে। সঙ্গে ছিল মধুর ছটা দেয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কাঁচা আমের সালাদ ও তাজা অক্টোপাস। ছিল স্টাফ করা শসার কোরীয় ডিস- ‘ওইজেন’। মধ্যাহ্নভোজের মূল পর্বে ছিল ভাজা ব্রোকলি ও আলুর দোপিনোর সঙ্গে পরিবেশিত চর্বির আঁচে রান্না গরুর পাঁজরের মাংস। আন্তর্জাতিক আদালতে আমিরাতের বিরুদ্ধে কাতারের মামলা সংযুক্ত আরব আমিরাতকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে কাতার। সৌদি আরবের নেতৃত্বে চার আরব দেশ কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার এক বছর পর এ মামলা দায়ের করা হলো। খবর ওয়েবসাইট। সোমবার হেগের আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলায় বলা হয়, কাতার ও কাতারী জনগণের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে আবুধাবি। কাতারী জনগণকে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার করা হচ্ছে এবং কাতারের বিমানকে দেশটির আকাশসীমা ব্যবহার করতে দেয়া হচ্ছে না। পেরুতে শাইনিং পাথ বিদ্রোহীদের হামলা পেরুর দক্ষিণাঞ্চলে শাইনিং পাথ বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে ছয় সেনা আহত হয়েছে। -খবর বার্তা সংস্থা এএফপি’র। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসীরা মাদক পাচারকারীদের পক্ষে এই হামলা চালিয়েছে।’ সাতিপো প্রদেশে এই হামলা চালানো হয়।
×