ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সব দরিদ্র গ্রামে ইন্টারনেট পৌঁছে দেবে চীন

প্রকাশিত: ০৮:০৪, ১২ জুন ২০১৮

সব দরিদ্র গ্রামে ইন্টারনেট পৌঁছে দেবে চীন

সামনের তিন বছরের মধ্যে নিজেদের সব দরিদ্র গ্রামে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে চীন। আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, প্রান্তিক অঞ্চল আর শহরাঞ্চলের মধ্যে থাকা ডিজিটাল বৈষম্য কমানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত পরিকল্পনা প্রতিবেদন মতে, চীনে নিবন্ধিত দরিদ্র গ্রামের সংখ্যা ১,২২,৯০০। এগুলোর ৯৮ শতাংশেরও বেশি এলাকায় ২০২০ সালের মধ্যে ইন্টারনেট সেবা পোঁছে দেওয়া হবে। ব্রডব্যান্ড আর ৪জি ডেটা নেটওয়ার্ক, গ্রামগুলোতে দুই ধরনের ইন্টারনেট সেবা দিতেই কাজ করবে মন্ত্রণালয়। সেইসঙ্গে কম খরচে মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে এই এলাকাগুলোতে বিশেষ ছাড় দিতে টেলিকম অপারেটরদের উৎসাহ দেবে তারা, এমনটাই বলা হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া’র প্রতিবেদনে। মোবাইল ফোন নির্মাতাদেরকে সাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য স্মার্টফোন বানানোর আহ্বানও জানাবে এই মন্ত্রণালয়। -অর্থনৈতিক রিপোর্টার
×