ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দীর্ঘতম ফ্লাইট

প্রকাশিত: ০৭:২৬, ১২ জুন ২০১৮

দীর্ঘতম ফ্লাইট

সিঙ্গাপুর এয়ারলাইন্স হবে পৃথিবীর একটানা দীর্ঘ পথ চলা এয়ারলাইন্স। অক্টোবর থেকে তাদের সিঙ্গাপুর-নিউজার্সিতে এই ফ্লাইট চলাচল করবে। কোন বিরতি ছাড়াই একটানা ১৯ ঘণ্টা আকাশে উড়বে এ ফ্লাইট। বর্তমানে সবচেয়ে দীর্ঘ ফ্লাইট হচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কাতারের দোহা পর্যন্ত ফ্লাইট। সাড়ে ১৭ ঘণ্টার এ ফ্লাইট পরিচালনা করে কাতার এয়ারওয়েজ। এর পরেই রয়েছে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডন ফ্লাইট –বিবিসি উপস্থাপকের ভুলে নিজের পছন্দের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজেই ‘স্বৈরাচার’ শুনতে হল ডোনাল্ড ট্রাম্পকে। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠককে কেন্দ্র করে। ফক্স এ্যান্ড ফ্রেন্ড অনুষ্ঠানে উপস্থাপক এ্যাবি হান্টসম্যান ভুল করে ট্রাম্পকে স্বৈরাচার বলেন। ট্রাম্প যখন সিঙ্গাপুরে বিমান থেকে নামছিলেন, তখন তার বর্ণনা দিতে গিয়ে হান্টসম্যান এ ভুল করেন। উনকে স্বৈরশাসক হিসেবেই দেখা হয় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে।-ডেইলি মেইল
×