ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কারণে সিঙ্গাপুর ভেন্যু

প্রকাশিত: ০৭:২৬, ১২ জুন ২০১৮

যে কারণে সিঙ্গাপুর ভেন্যু

সমৃদ্ধিশালী সিঙ্গাপুর রাজনৈতিকভাবে নিরপেক্ষ একটি দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ দৃঢ়। অন্যদিকে বিশ্বের অল্প যে কয়েকটি দেশে উত্তর কোরিয়ার দূতাবাস আছে সিঙ্গাপুর তার একটি। যুক্তরাজ্যের সাবেক উপনিবেশ সিঙ্গাপুর অত্যন্ত সুশৃঙ্খল একটি দেশ। নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে কঠোর হাতে আইনের বাস্তবায়ন করা হয় এবং সেখানে অকারণ রসিকতার কোন সুযোগও নেই। খবর বিবিসির। সিঙ্গাপুর পৃথিবীর একমাত্র দেশ যেখানে ‘চুইং গাম’ নিষিদ্ধ। প্লেবয়’র মত এ্যাডাল্ট ম্যাগাজিনের প্রবেশাধিকারও সেখানে নেই। যে কারণে দেশটিকে ‘ন্যানি স্টেট’ বলা হয়। সেখানে অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। দেশটিতে লুটপাট ও ভাংচুরের জন্য বেত্রাঘাতের শাস্তি আছে, মাদক পাচারকারীদের শাস্তি মৃত্যুদ-। সিঙ্গাপুরে জনবিক্ষোভ খুবই বিরল। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ইউজেন তান আল জাজিরাকে বলেন, নিশ্চিতভাবেই সিঙ্গাপুর অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদ একটি দেশ। দেশটি যেন দক্ষিণপূর্ব এশিয়ার সুইজারল্যান্ড।
×