ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীরব মোদির ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

প্রকাশিত: ০৭:২৬, ১২ জুন ২০১৮

নীরব মোদির ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

ফিনান্সিয়াল টাইমস (এফটি) রবিবার এক প্রতিবেদনে ভারতীয় ও ব্রিটিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারতে দুইশ’ কোটি ডলারের বেশি অর্থ জালিয়াতি মামলার প্রধান আসামি বিলিয়নিয়ার জুয়েলারি ব্যবসায়ী নীরব মোদি ব্রিটেনে পালিয়ে গেছেন। সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। যদিও ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ব্যক্তি বিশেষের বিষয়ে তথ্য দেন না। তবে নীরব মোদির সঙ্গে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। ভারতের রাষ্ট্র পরিচালিত দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) থেকে এ বছরের শুরুতে নীরব মোদি ও তার মামা মেহুল চোকসির নেতৃত্বে দুটি জুয়েলারি গোষ্ঠী অন্য ভারতীয় ব্যাংকের বৈদেশিক শাখার কাছ থেকে অবৈধভাবে ঋণের অংক বাড়িয়ে দুইশ’ ২০ কোটি ডলার তুলে নেন। গত কয়েক বছর ধরে পিএনবির মুম্বাই শাখার দুর্নীতিবাজ কর্মীদের যোগসাজশে তারা এই জালিয়াতির কাজটি করেন। এফটি তাদের প্রতিবেদনে জানায়, নীরব মোদি লন্ডনে এখন চেষ্টা করছেন রাজনৈতিক আশ্রয় নেয়ার। এজন্য তিনি নিজেকে রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার বলে দাবি করেছেন।
×