ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গরমে স্বাচ্ছন্দ্যে থাকতে -

প্রকাশিত: ০৬:৩৭, ১১ জুন ২০১৮

গরমে স্বাচ্ছন্দ্যে থাকতে -

তামান্না ফেরদৌস উপমা ॥ বেড়েই চলছে গরমের মাত্রা। সামনের দিনগুলোতে আরো বেড়ে যাবে গরমের মাত্রা। তাই এখনই সতর্ক হোন। এই গরমে স্বাস্থ্যের দিকটাও মাথায় রাখুন। রাসায়নিক বোঝাই সানস্ক্রিন না মেখে লেবুর রস, আমন্ড ওয়েল ও মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রাখুন। ত্বক ভালো থাকবে। পানি ও ফলের রস খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। কফি এবং চা খাওয়ার পরিমাণ কমিয়ে ফেলুন যতটা সম্ভব। চা ও কফি মেটাবলিজম বাড়িয়ে দেয়।পারলে প্রতিদিন একগ্লাস ডাবের পানি পান করুন, বিশেষ করে রোদে বেড়ানোর আগে। বিভিন্ন রসালো ফল খাওয়ার অভ্যাস করুন। এগুলি আপনাকে গোটা দিন হাইড্রেট রাখবে। গরমে আমাদের ভোগান্তি, অস্বস্তির কোনো শেষ থাকেনা। বাইরে বের হওয়াটাই যেন দায় হয়ে যায়। এসময় নিজের স্বস্তির জন্য অবশ্যই বেশকিছু সাবধানতা আর নিয়ম মেনে চলুন। এতে করে গরমে দুর্দশা কমবে, শরীরও ভালো থাকবে। গরমে মেনে চলুন এই নিয়মগুলো- . সকালে বের হলে গোসল করে নিন যাদেরকে জীবিকার তাগিদে প্রতিদিন বাইরে বের হতে হয়, তারা সকালে বের হবার আগে গোসল সেরে নিন। এতে করে শরীর আর মেজাজ দুটোই বেশ ফুরফুরে হয়ে যাবে। সারাদিন কাজের প্রতি আপনার মনোযোগ থাকবে ভালো। . সকালের নাস্তা সকালের নাস্তার ওপর সারাদিনের সুস্বাস্থ্য অনেকাংশে নির্ভর করে। গরমের দিনে ভারী তেলচর্বি খাবার না খেয়ে হালকা পানীয় খাবার গ্রহণ করুন। জুস জাতীয় খাবার, দুধ, পাউরুটি, সাধারণ ফলমূল সকালের খাবার তালিকায় রাখুন। এতে করে সারাদিন ভালো যাবে। . বেশি করে ফল খান, এড়িয়ে চলুন চা কফি গরমে বাহারি সব ফলের পসরা বসে। সাধ্যের মধ্যেকার এই ফলগুলো নিয়মিত খাবেন অবশ্যই। এতে করে শরীরে পানি আর শক্তির চাহিদা পূরণ হবে। আর ক্যাফেইনযুক্ত চা এবং কফি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। . সঙ্গে রাখুন টিস্যু বা রুমাল, ছাতা, পানির বোতল বাইরে বের হতে গেলে এই তিনটি জিনিস অবশ্যই সঙ্গে রাখবেন। সঙ্গে একটি ব্যাগ রাখবেন, এই ব্যাগেই বহন করতে পারবেন এগুলো। . রোদচশমা ব্যবহার বাইরে বের হতে গেলে রোদচশমা নিয়ে নিন। রোদের ক্ষতিকর রশ্মি আর তাপ আমাদের চোখের জন্য বিপজ্জনক। তাই যতক্ষণ রোদে থাকবেন, ততক্ষণ রোদচশমাই ভরসা। . হালকা রঙের কাপড় পরুন গরমের শুরুতে হালকা রঙের কাপড় পরার অভ্যাস করুন। সাদা বা হালকা রঙের কাপড় এই গরমের জন্য একান্ত প্রয়োজনীয়। কালো রঙের কাপড় এড়িয়ে চলাই ভালো। আর অবশ্যই সুতি কাপড় পরবেন, এবং আপনার পোশাক যেন ঢিলেঢালা হয়। . গরমে সাজগোজ এবং চুল বাধা সাজগোজ করতে হলে হালকা সাজ দেওয়াই ভালো। এতে করে গরমে অস্বস্তিবোধ হবেনা। দেখা যায় যে ভারি সাজগোজ করলে অতিরিক্ত ঘাম আর অস্বস্তিবোধ হয়। এজন্য সাধারণ ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন আর সাধারণ ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। আর চুল কখনো ছেড়ে দিয়ে বের হবেন না। সুবিধামতো স্টাইলে চুল বেধে রাখবেন। . প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না বাইরে অসম্ভব রোদ আর তাপ থেকে রেহাই পেতে গেলে প্রয়োজন না পড়লে বের না হওয়াই ভালো। এসময় বিশ্রাম আর ঠান্ডা পরিবেশে থাকা ভালো।
×