ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চৌদ্দগ্রাম নাশকতা মামলার জামিনের শুনানি আজ

প্রকাশিত: ০৫:৫৪, ১১ জুন ২০১৮

  চৌদ্দগ্রাম নাশকতা মামলার জামিনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মোঃ শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঢাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির একটি মামলায় জামিন চেয়ে করা আবেদনটি নিষ্পত্তি করে গত ৩১ মে আদেশ দেয় আদালত। ডেপুটি এ্যাটর্নি জেনারেল একে এম আমিনউদ্দিন মানিক বলেন, এ্যাটর্নি জেনারেল আদালতে মানহানি মামলার ওই আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করার প্রস্তুতির কথা বলে সময় চাইলে আদালত সোমবার শুনানির জন্য রাখে। গত ৫ জুন এ মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। আদালতের আদেশের পর খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা ক্ষুব্ধ, লজ্জিত এই কারণে যে এ্যাটর্নি জেনারেল যেহেতু আপীল বিভাগে যাবেন সেহেতু আজ এটা মুলতবি করা হলো। এর অর্থ এ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত কোন আদেশ দিচ্ছেন না। এ্যাটর্নি জেনারেল সময় চেয়েছেন, আদালত তাকে সময় দিয়েছেন। আবার তিনি সময় চাইবেন হয়তো আবারও তাকে সময় দেবে। অন্যদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খালেদার আইনজীবীদের দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়া অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে যে বক্তব্য তার আইনজীবীরা দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যে বক্তব্য আদালতে (খালেদা জিয়ার আইনজীবীরা) রেখেছেন, আমি জানি এ বিষয়টি নিয়ে তারা নানা রকমভাবে মিডিয়া মাতাবেন। অনেক কিছু বলবেন। তাই আমি আদালতে যাওয়ার আগে আইজি প্রিজনের সঙ্গে আলাপ করেছি। আইজি প্রিজন যে তথ্য আমাকে দিয়েছেন তা হল, গত ৫ জুন ইফতারির ঠিক আগে আগে উনার সুগার লেভেল কমে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাকে চকলেট খাইয়ে ঠিক করা হয়েছিল। এই বয়সে যার ডায়াবেটিস আছে তার সুগার লেভেল তো সারাদিনের পরে একটু এদিক-ওদিক হতেই পারে। কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপীল আবেদনের ওপর গত ৭ জুন শুনানি হয়। শুনানিকালে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন আবেদনের শুনানি করতে বিচারিক আদালতের (খালেদা জিয়ার আবেদনের শুনানি বিচারিক আদালতে চলমান) প্রতি নির্দেশনা চেয়ে আবেদন জানায় এবং এ সংক্রান্ত গত ৬ জুনের হাইকোর্টের একটি রায় আদালতে উপস্থাপন করেন। কিন্তু সে রায় পড়তে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত রবিবার পর্যন্ত সময় আবেদন করেন। এরপর আদালত সময় মঞ্জুর করে মামলার শুনানি মুলতবি রেখেছিলেন। তবে রবিবার পুনরায় মামলার শুনানি নিয়ে মামলাটি সোমবার পর্যন্ত মুলতবি করে আদালত। ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোলবোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করে। চলতি বছরের গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেফতার দেখানোপূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নামঞ্জুর করে আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে বিচারিক আদালত। কিন্তু তার আগেই ওই আদেশের বিরুদ্ধে গত ৫ জুন হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেয় রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বন্দী রয়েছেন।
×