ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে নিম্নচাপ, চট্টগ্রামে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ০৫:৫০, ১১ জুন ২০১৮

 সাগরে নিম্নচাপ,  চট্টগ্রামে দিনভর  গুঁড়ি গুঁড়ি  বৃষ্টি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রবিবার পুরো চট্টগ্রামে দিনভর ছিল থেমে থেমে বৃষ্টিপাত। কখনও বা হালকা, আবার কখনও বা ভারি বর্ষণে ডুবেছে নগরীর নিম্নাঞ্চলগুলো। ফলে যানবাহন ও জনসাধারণকে চলাচলে ভোগান্তির মুখে পড়তে হয়। মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় ভারি বর্ষণ ঘটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বিকেল ৩টার দিকে নিম্নচাপটি সন্দ্বীপ হতে ৪৪ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৪০ কিলোমিটার। রবিবার মধ্যরাতে এটি সীতাকুন্ড উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় এর ফলে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মৌসুমি নিম্নচাপের প্রভাবে রবিবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। শনিবার রাতেও প্রবল বর্ষণ হয়। এর ফলে নিচু এলাকাগুলোর সড়ক পানির নিচে তলিয়ে যায়। তবে বৃষ্টিপাত থেমে থেমে হওয়ায় যানবাহন চলাচলে পুরোপুরি অচলাবস্থার সৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস জানায়, রবিবার বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬৪ দশমিক ৭ মিলিমিটার। মৌসুমি নিম্নচাপটি পুরোপুরি কেটে না যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
×