ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল সমর্থক সৌরভ ভালবাসেন মেসিকেও

প্রকাশিত: ০৫:০৩, ১১ জুন ২০১৮

ব্রাজিল সমর্থক সৌরভ ভালবাসেন মেসিকেও

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের সমর্থক কিন্তু আর্জেন্টাইন ফুটবলারকে পছন্দ করেন, কিংবা তার উল্টোটা- এমনটা সচরাচর দেখা যায় না। তেমনি ব্যতিক্রম এক ফুবলপ্রেমী কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সাবেক ভারত অধিনায়ক ব্রাজিলের অন্ধ ভক্ত, আবার ভালবাসেন মেসির খেলা। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের ফুটবলে এতটাই মুগ্ধ তিনি যে এবার মেসির হাতে বিশ্বকাপ উঠলেও কষ্ট পাবেন না, ‘সত্যি বলতে রাশিয়ায় আমি মেসির জাদু দেখার জন্য অপেক্ষা করছি। তিনি এর আগে কখনই বিশ্বকাপ জেতেননি, তাই এবারের টুর্নামেন্টটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’ তবে শক্তি ও বাস্তবতার বিচারে এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির মধ্যে যে কোন এক দলের হাতে শোভা পাবে, এমনটাই ধারণা করছেন সৌরভ, ‘আমি ছোটবেলা ব্রাজিলের সমর্থক, কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যক্তি মেসির খেলার ভক্ত হয়ে গেছি। শুভকামনা তার জন্য।’ গত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি। জাতীয় দলের হয়ে অধিনায়ক সৌরভ অনেক ট্রফি জিতলেও বিশ্বকাপ থেকে গেছে অধরাই। তার নেতৃত্বেই ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সে আসরে দুর্দান্ত খেলা দলটি শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে। কষ্টটা বোঝেন বলেই মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান কলকাতার মহারাজ। সৌরভ মনে করেন, একজন খেলোয়াড়ের জীবনে খুব বেশি ফাইনাল বা বিশ্বকাপ খেলা হয়ে ওঠে না। তার প্রিয় দলের প্রিয় ফুটবলার নেইমারের বয়স কম, এবার নয়তো সামনে আরও সুযোগ আসবে। কিন্তু মেসির জন্য এটাই হতে পারে শেষ সুযোগ। সময়ের সেরা ফুটবলার মেসির হাতে ট্রফি উঠলে তাই খুশিই হবেন সৌরভ। বিশ্বকাপ না জেতার যন্ত্রণা যে কত, এটা বোঝেন সৌরভ গাঙ্গুলী। এ-ও বোঝেন, ফাইনালে উঠেও ট্রফি জেতার কষ্ট সারাজীবন বয়ে বেড়াতে হয়। দলের অধিনায়ক হলে তো যন্ত্রণাটা দ্বিগুণ বেশি। এখানেই লিওনেল মেসির সঙ্গে দারুণ মিল সৌরভের। ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সৌরভের দলের। শেষ পর্যন্ত ক্যারিয়ার শেষ করেছেন বিশ্বকাপ ট্রফি ছাড়াই। এই কষ্ট যেন মেসিকে বয়ে বেড়াতে না হয়, এটাই প্রার্থনা সৌরভের। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোন ট্রফি না জেতা মেসিকে শুভকামনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। চাইছেন বার্সিলোনার হয়ে বছরের পর বছর ট্রফি জেতা মানুষটা যেন রাশিয়া বিশ্বকাপেও নিজের জাদু দেখাতে পারেন। দেশে ফিরতে পারেন ট্রফি নিয়ে।
×