ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ, স্পেন ১-০ তিউনিসিয়া, ফ্রান্স ১-১ যুক্তরাষ্ট্র

কষ্টে জয় স্পেনের, যুক্তরাষ্ট্রে ধাক্কা ফ্রান্সের

প্রকাশিত: ০৫:০১, ১১ জুন ২০১৮

 কষ্টে জয় স্পেনের, যুক্তরাষ্ট্রে ধাক্কা ফ্রান্সের

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন ও ফ্রান্স। তবে দল দু’টির শেষ প্রস্তুতি খুব একটা ভাল হয়নি। শনিবার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্পেন জয় পেয়েছে কোনরকমে। আর জিততেই পারেনি ফরাসীরা। শেষদিকের গোলে স্পেন ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। আর হারতে হারতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। অন্যান্য ম্যাচে অস্ট্রেলিয়া ২-১ গোলে হাঙ্গেরিকে, মরক্কো ৩-১ গোলে এস্তোনিয়াকে, সার্বিয়া ৫-১ গোলে বলিভিয়াকে, ডেনমার্ক ২-০ গোলে মেক্সিকোকে, আজারবাইজান ৩-১ গোলে লাটভিয়াকে ও ফিনল্যান্ড ২-০ গোলে পরাজিত করে বেলারুশকে। সুইডেন ও পেরুর মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়। রাশিয়ার ত্রাসনোদার স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি ম্যাচের একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল স্প্যানিশদের রুখেই দেবে তিউনিসিয়া। তবে শেষ মুহূর্তে গোল করে সান্ত¡নার জয় নিশ্চিত করে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে স্পেনের চেয়ে এগিয়ে ছিল তিউনিসিয়া। বেশ কয়েকবার হানা দিয়েছে রামোসবাহিনীর রক্ষণদুর্গে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় কাক্সিক্ষত গোল পায়নি তারা। অন্যদিকে প্রথম ৪৫ মিনিটে নিজেদের ছায়াতে আবদ্ধ ছিলেন ইস্কো-ইনিয়েস্তারা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় স্প্যানিশরা। ডেভিড সিলভা ও জর্ডি আলভা গোলের সহজতম সুযোগ হাতছাড়া করেন। ম্যাচ শেষের মিনিট ছয়েক আগে স্প্যানিশদের রক্ষা করেন লাগো আসপাস। দিয়াগো কোস্টার পাস থেকে জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। বিশ্বকাপের মূলপর্বে গ্রুপ ‘জি’তে আছে তিউনিসিয়া। পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিউনিসিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, ১৮ জুন। অন্যদিকে ‘বি’ গ্রুপে ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশদের বিশ্বকাপ যাত্রা। এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী ভাবা হচ্ছে ফ্রান্স ফুটবল দলকে। কিন্তু শেষ প্রস্তুতিটা মোটেও ভাল করতে পারেনি দিদিয়ের দেশমের দল। ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতিপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারকাখচিত ফ্রান্স। অথচ বিশ্বকাপ বাছাইপর্বে ভাল খেলতে না পারায় রাশিয়ার টিকেটই পায়নি মার্কিনীরা। বিশ্বকাপ শুরুর ঠিক শেষ মুহূর্তে ফ্রান্সের এমন ফলাফল নিশ্চয়ই নতুন করে ভাবতে বাধ্য করবে দেশমকে। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক ফ্রান্সই। প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের খুব কাছে গিয়েও দুর্ভাগ্যের কারণে গোলবঞ্চিত হয় তারা। উল্টো ম্যাচের ৪৪ মিনিটে আচমকা এক আক্রমণে গোল পেয়ে যায় যুক্তরাষ্ট্র। নিজ দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড জুলিয়ান গ্রিন। এক গোলের লিড নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে অনেকক্ষণ আটকেও রাখে ফরাসীদের। তবে ম্যাচের ৭৮ মিনিটে সমতাসূচক গোলটি পেয়ে যায় ফরাসীরা। দলের পরাজয় এড়ানোসূচক গোলটি আসে পিএসজিতে খেলা কিলিয়ান এমবাপের পা থেকে। ম্যাচ শেষে দলের খেলায় সন্তোষ প্রকাশ করতে পারেননি ফরাসী কোচ দিদিয়ের দেশম। তবে তিনি মূল আসরে দল ভাল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বকাপের মূলপর্বে আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও পেরু।
×