ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিরোপা স্বপ্নে রাশিয়ায় আর্জেন্টিনা-পর্তুগাল

প্রকাশিত: ০৪:৫৮, ১১ জুন ২০১৮

 শিরোপা স্বপ্নে রাশিয়ায় আর্জেন্টিনা-পর্তুগাল

স্পোর্টস রিপোর্টার ॥ সোনার ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে রাশিয়ায় পা রেখেছে আর্জেন্টিনা ও পর্তুগাল জাতীয় ফুটবল দল। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বরণ করে নিতে রাশানদের মধ্যে ছিল তুমুল আকাক্সক্ষা। মস্কো বিমানবন্দরে অবতরণ করার পর আর্জেন্টিনা ও পর্তুগাল ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। ঠিকঠাক প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়েই রাশিয়ায় পৌঁছেছে আর্জেন্টিনা। ইসরাইলের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি নিরাপত্তার কারণে বাতিল করা হয়। ম্যাচটি না খেলেই স্পেনের বার্সিলোনা থেকে সরাসরি রাশিয়ায় পাড়ি জমায় মেসির দল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মস্কো বিমানবন্দরে পৌঁছায় আর্জেন্টিনা। এর আগে বার্সিলোনাতে সপ্তাহব্যাপী অনুশীলন করে জর্জ সাম্পাওলির দল। হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলের বড় জয়ে প্রথম প্রস্তুতি ম্যাচ ভালভাবে সম্পন্ন করলেও ইসরাইলের বিপক্ষে জেরুজালেমে হওয়া প্রীতি ম্যাচটি নিয়ে বিক্ষোভে মেতে ওঠে ফিলিস্তিনীর সাধারণ মানুষ। তাদের বিক্ষোভের জেরেই ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আর্জেন্টিনা ফুটবল কনফেডারেশন। রাশিয়ার ব্রনিতসিতে অবস্থান করবে আর্জেন্টিনা দল। এখানেই অনুশীলন শুরু করেছে মেসি, মারিয়ারা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বযজ্ঞে আর্জেন্টিনা তাদের যাত্রা শুরু করবে আগামী রবিবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে সতীর্থদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। দলে মেধাসম্পন্ন খেলোয়াড় থাকায় বিশ্বকাপে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। অবশ্য বিশ্বকাপে ফেবারিটের তালিকায় ব্রাজিল, জার্মানি বা স্পেনের কাতারে আর্জেন্টিনা নেই তা মানছেন মেসি। তবে বার্সিলোনা তারকা ভরসা রাখছেন খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার ওপর। সাক্ষাতকারে মেসি বলেন, আমরা দারুণ উদ্দীপনা ও তীব্র আকাক্সক্ষা নিয়ে রাশিয়ায় এসেছি। অনুশীলন ক্যাম্পের পুরোটা সময় জুড়ে আমরা খুব ভালভাবে প্রস্তুত হয়েছি। ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে আমাদের দারুণ সব খেলোয়াড় আছে এবং আমরা যে কোন দলের সঙ্গে সমানে সমান লড়ব, যদিও আমরা ফেবারিট না। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির অতিরিক্ত সময়ের গোলে স্বপ্ন ভাঙ্গে আর্জেন্টিনার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসিকে। ২০০৬ সালে জার্মানি আসরে বিশ্বকাপ অভিষেক হয় মেসির। সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দক্ষিণ আফ্রিকায় পরের আসরেও দৌড় ছিল ওই শেষ আট পর্যন্তই। এ প্রসঙ্গে মেসি বলেন, তিনটি ভিন্ন পরিস্থিতিতে আমি তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি। সবগুলো থেকেই আমি ইতিবাচক দিকগুলো নিয়েছি। ফেবারিট দলগুলো তাদের খেলোয়াড় আর দলের বিচারে খুব ভালভাবে টুর্নামেন্টে পা রাখবে। আমি মনে করি, এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হতে যাচ্ছে। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন দল পর্তুগাল। শনিবার রাতে তারা রাশিয়ায় পাড়ি জমিয়েছে। মূলমঞ্চে নামার আগে রাশিয়াতেই চলবে পর্তুগীজদের শেষ প্রস্তুতি শিবির। আগামী ১৫ জুন শক্তিশালী স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফার্নান্ডো সান্টোসের দল। দুই দলের কাছে প্রথম ম্যাচই হতে চলেছে বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই। কারণ যে দল এই ম্যাচ জিতবে সেই দলই গ্রুপে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। এই নিয়ে সপ্তম বিশ্বকাপে অংশ নিতে চলেছে পর্তুগাল। এই বিশ্বকাপই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে ৩৩ বছর বয়সী মহাতারকা রোনাল্ডোর। এ কারণে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্মরণীয় করার লক্ষ্য সি আর সেভেনের।
×