ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বস্ত্র আইনের খসড়া প্রস্তাব সংসদে উপস্থাপন

প্রকাশিত: ০৪:৪৯, ১১ জুন ২০১৮

বস্ত্র আইনের খসড়া প্রস্তাব সংসদে উপস্থাপন

সংসদ রিপোর্টার ॥ দেশের বস্ত্রখাতকে সুসংহত ও সম্প্রসারিত করে টেকসই উন্নয়নের জন্য নতুন আইনের খসড়া প্রস্তাব উঠেছে জাতীয় সংসদ অধিবেশনে। রবিবার বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের পক্ষে ‘বস্ত্র বিল-২০১৮’ সংসদে উপস্থাপন করেন প্রতিমন্ত্রী মির্জা আজম। পরে ১৫ কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকার বস্ত্র খাতে সরকারী, বেসরকারী, বৈদেশিক, বহুজাতিক কোম্পানি, দেশী-বিদেশী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অংশীদারিত্বসহ অন্য কোন প্রচলিত পদ্ধতিতে প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিতে পারবে।
×