ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরে গৃহবধূ ও সবুজবাগে যুবক খুন

প্রকাশিত: ০৪:৪৮, ১১ জুন ২০১৮

কামরাঙ্গীরচরে গৃহবধূ ও সবুজবাগে যুবক খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে তিনটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর ডেমরায় ছিনতাইকারী বিকাশকর্মীকে গুলি করে পৌনে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। সবুজবাগে চোরের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রবিবার দিনদুপুরে রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগরে ছিনতাইকারীরা রাশেদ হোসেন (২২) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে হত্যা করে নগদ ৭২ হাজার ছিনতাই করে নিয়েছে। নিহত রাশেদ ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের বিকাশকর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে পূর্ব বক্সনগর হারুন ভিলার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মটরসাইকেল যোগে ছিনতাইকারীরা রাশেদকে গতিরোধ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা রাশেদকে লক্ষ্য করে গুলি চালিয়ে নগদ ৭২ হাজার টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম জানান, নিহত রাশেদ হোসেনের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। তিনি ডেমরাতেই থাকতেন। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম জানান, ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে একইদিন সকালে কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জের ধরে পিয়ারা বেগম (৩৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী সোহরাব হোসেন। ঘটনার পর নিহতের স্বামী সোহরাব পালিয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কলসকাটি গ্রামে। তিনি কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পেছনে আলোর স্কুল সংলগ্ন ১নং গলিতে সপরিবারে ভাড়া থাকতেন। নিহতের ছেলে শফিকুল ইসলাম হাওলাদার জানান, রবিবার সকালে মা-বাবা ঝগড়া করছিলেন। এক পর্যায়ে বাবা সোহরাব ধরালো বটি দিয়ে মা পিয়ারা বেগমের গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। পরে মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে পিয়ারা বেগমের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শনিবার মধ্যরাতে রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুবক খুন হয়েছে। নিহত রাহাত সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার একমাত্র ছেলে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান জানান, শনিবার রাত ১২টার দিকে মাদারটেকের নতুন রাস্তায় এলাকার একটি বাসায় চোর ঢুকলে লোকজন তাকে ধাওয়া দেয়। চোর পালিয়ে যাওয়ার সময় রাহাত মিয়াকে (২৫) সামনে পেয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে রাহাতের মৃত্যু হয়। বিকেলে ঢামেক মর্গে রাহাতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সবুজবাগ থানার এসআই সাইফুর রহমান জানান।
×