ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে কড়াকড়ি

প্রকাশিত: ০৪:২৩, ১১ জুন ২০১৮

মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে কড়াকড়ি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানি চেঞ্জার লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানি চেঞ্জার লাইসেন্স নবায়নের আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় দলিলের সঙ্গে ভ্যাট পরিশোধের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তা না হলে মানি চেঞ্জার লাইসেন্স নবায়ন করা হবে না। প্রসঙ্গত, বাৎসরিক লেনদেনর ওপর মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর ১৫ শতাংশ ভ্যাট ও ৫ হাজার টাকা লাইসেন্স নবায়ন ফি সরকারকে দিতে হয়। জানা গেছে, ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৬৩৬টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে লাইন্সে দেয়া হয়। কিন্তু নানা অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক ৬৫ শতাংশ লাইসেন্স বাতিল করে। বর্তমানে এ ধরনের বৈধ প্রতিষ্ঠানের সংখ্যা ২৩২টি। অবশ্য শর্ত পূরণ করতে না পারায় লাইসেন্স বাতিল হয়ে যাওয়ায় অনেক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান আদালতের স্থগিতাদেশ নিয়ে ব্যবসা করছে। দীর্ঘ সময় ধরে এভাবে ব্যবসা করার ফলে লাইসেন্স নবায়ন ফি পাচ্ছে না সরকার। শিক্ষকদের জন্য এনআরবিসি ব্যাংক চালু করল ‘শিক্ষাগুরু’ সেবা অর্থনৈতিক রিপোর্টার ॥ শিক্ষকদের জন্য আলাদা ব্যাংকিং সেবা ‘শিক্ষাগুরু’ চালু করেছে নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। এ সেবার মাধ্যমে শিক্ষকরা সহজ শর্তে ঋণ সুবিধা ও বিশেষ আমানত রাখতে পারবেন। রবিবার ধানম-িতে ব্যাংকটির নারী শাখায় এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কাকলী স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান সেলিমা খাতুন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, কাকলী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাগুরু গ্রাহকরা তাদের ৩ অথবা ৬ মাসের বেতনের সমপরিমাণ টাকা সহজ শর্তে এবং সহজ কিস্তিতে পাবেন। এজন্য শিক্ষকদের কাছ থেকে কোন ধরনের সার্ভিস চার্জ নেয়া হবে না। শিক্ষকরা সঞ্চয়ী এ্যাকাউন্টে টাকা জমা করলে সাধারণ এ্যাকাউন্টের তুলনায় বেশি সুদ পাবেন। আবার ঋণ গ্রহণ করলে প্রচলিত সুদের তুলনায় দশমিক ৫ শতাংশ কম সুদে পাবেন। এছাড়া, ব্যাংক এ্যাকাউন্ট মেইনটেনেন্সের ফি, এসএমএস ব্যাকিং সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস, অনলাইন ব্যাংকিং সার্ভিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড (বিদ্যমান ক্রেডিট নীতিসহ) এ শিক্ষাগুরু গ্রাহকরা বিনামূল্যে সুবিধা পাবেন। এনআরবিসি শিক্ষাগুরু গ্রাহকদের সেভিংস এ্যাকাউন্ট, মানি মেকার স্কিম, ডিপোজিট পেনসন স্কিম, ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম, ফিক্সড ডিপোজিটে প্রাপ্তি, লাখপতি সেভিংস স্কিম, মিলিয়নিয়ার সেভিংস স্কিম, মাসিক বেনিফিট ডিপোজিট স্কিম এবং হেলথ চেক-আপে বিশেষ হারে সুবিধা পাবেন।
×