ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হানিফ সংকেতের ঈদের নাটক ‘বিশ্বাসের নিঃশ্বাস নাই’

প্রকাশিত: ০৪:০৯, ১১ জুন ২০১৮

হানিফ সংকেতের ঈদের নাটক ‘বিশ্বাসের নিঃশ্বাস নাই’

স্টাফ রিপোর্টার ॥ প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম ‘বিশ্বাসের নিঃশ্বাস নাই’। নাটকটি ঈদের দিন রাত ৮-৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, আনিসুর রহমান মিলন, নওরীন হাসান খান জেনী, মোনালিসা, জিয়াউল হাসান কিসলু, শিরিন আলম, শামীম, নজরুল ইসলাম, সাজ্জাদ সাজু, রিমুসহ আরও অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে। নাটকটির ধারণ করা হয় মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। দুটি পরিবার নিয়ে রচিত একটি পারিবারিক গল্প নিয়ে এই নাটক। নাটকের গল্পে দেখা যাবে শফিক সাহেব এবং দুলাল সাহেব দুটি পরিবারের প্রধান। শফিক সাহেবের দুটি মেয়ে এবং দুলাল সাহেবের দুটি ছেলে। শফিক সাহেবের দুই মেয়ে দুই মেরুর। একজন অতি আধুনিক আর একজন সহজ-সরল। দুলাল সাহেবের ছেলেরাও তেমনি। এই দুই পরিবারের ছেলেমেয়েদের নিয়ে শফিক সাহেব এবং দুলাল সাহেবের পরিবারের মধ্যে ঘটতে থাকে নানান ঘটনা- এসব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘বিশ্বাসের নিঃশ্বাস নাই’। এই ধরনের নামকরণ কেন জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘আমরা বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই আর সেজন্যেই পথেঘাটে মানুষ মরে-অকালে প্রাণ ঝরে, তেমনি অবিশ্বাসের চক্করে পরে কথায় কথায় বিশ্বাস মরে। সুতরাং বলা যায়, এখন বিশ্বাসেরও নিঃশ্বাস নাই। নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, এই বিশ্বাস-অবিশ্বাস নিয়েই এটি একটি পারিবারিক গল্প। আজকাল নাটকে কোন বাবা-মা’র চরিত্র দেখাই যায় না। কিন্তু আমার নাটকে একটি নয় বাবা-মা-ভাই-বোন নিয়ে রয়েছে দুটি পরিবার। আর পরিবারের সদস্যদের নিয়েই এই নাটক। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। কারণ সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় শুধু এটিএন বাংলায়। তাই আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারও এ সময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।
×