ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান পেলেন ছয় নির্মাতা

প্রকাশিত: ০৭:৫১, ১০ জুন ২০১৮

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান পেলেন ছয় নির্মাতা

স্টাফ রিপোর্টার ॥ পূর্ণদের্ঘ্য চলচ্চিত্রের ঘোষণার পর (২০১৭-১৮) অর্থবছরে এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ছয়জন নির্মাতাকে দেয়া হয়েছে সরকারী অনুদান। গত ৬ জুন তথ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখান থেকে জানা যায়, এবার ‘আড়ং’ নামের শিশুতোষ চলচ্চিত্রের জন্য জান্নাতুল ফেরদৌস, ‘দ্য লক্ষণ দাস সার্কাস’ প্রামাণ্যচিত্রের জন্য ঝুমুর আসমা জুঁই, ‘ঘরগেরস্থি’ নির্মাণের জন্য মোঃ মাসুদুর রহমান (রাহিম), ‘ধড়’ নির্মাণের জন্য আকা রেজা গালিব, ‘ঘরে ফেরা’ নির্মাণের জন্য এস এম কামরুল আহসান এবং ‘ওমর ফারুকের ‘মা’ চলচ্চিত্রের এম এম জাহিদুর রহমান পাচ্ছেন সরকারী অনুদান। এই ছয় জন নির্মাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য পাবেন ১০ লাখ করে টাকা। প্রতিটি চলচ্চিত্রের দৈর্ঘ্য হতে হবে ৩৫ থেকে ৫৫ মিনিটের মধ্যে।
×