ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান পাল্টাচ্ছে মিয়ানমার

প্রকাশিত: ০৭:২৬, ১০ জুন ২০১৮

আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান পাল্টাচ্ছে মিয়ানমার

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কোন রকম তোয়াক্কা না করে কিছুদিন আগ পর্যন্তও রোহিঙ্গাবিরোধী অবস্থান অব্যাহত রেখেছিল মিয়ানমার। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিচারের ব্যাপারে পদক্ষেপের সূচনা হওয়ার পর থেকেই মিয়ানমার পূর্ববর্তী অবস্থান বদলাতে শুরু করে একটু একটু করে। ওই মাসেই প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদকে রাখাইনে প্রবেশাধিকার দেয়া হয়। খবর এএফপির। মে মাসে রোহিঙ্গা নিধনের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের ঘোষণা আসে। ২ জুন প্রথমবারের মতো তারা সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়। ৮ জুন রোহিঙ্গা সঙ্কট নিয়ে দেশের সামরিক বাহিনীর সঙ্গে সুচির বিরল বৈঠক অনুষ্ঠিত হয়। একদিন পরে ৯ জুন ভারতের সঙ্গে আলোচনা হয় একই ইস্যুতে। সুচির সাম্প্রতিক এক সাক্ষাতকারেও মিয়ানমারের অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। বেসামরিক নিরাপত্তা, নিধনযজ্ঞে জড়িতদের বিচার এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে মিয়ানমারকে তাগিদ দিয়েছে নিরাপত্তা পরিষদ। সব মিলে আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমারের অবস্থান বদলের ইশারা মিলেছে। গত বছর আগস্টে নিরাপত্তা চেকপোস্টে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গাদের ওপর হত্যা-ধর্ষণ-ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয় মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের সাধারণ পরিষদ ও মানবাধিকার কমিশন শুরু থেকেই সোচ্চার মিয়ানমারের রোহিঙ্গা নিধনযজ্ঞের বিরুদ্ধে। চীন-রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও নিরাপত্তা পরিষদও সহিংসতার অবসান ঘটানো এবং রোহিঙ্গা নিপীড়ন বন্ধের তাগিদ দেয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচসহ বিভিন্ন রাষ্ট্রও সোচ্চার মিয়ানমারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সে দেশের সেনাবাহিনীর ওপর আংশিক নিষেধাজ্ঞাও আরোপ হয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত অভিযোগকে বহুদিন আমলেই নেয়নি মিয়ানমার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আর বিভিন্ন মানবাধিকার সংস্থা স্যাটেলাইট ইমেজ আর অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে হত্যা-ধর্ষণ-ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার মতো মানবতাবিরোধী অপরাধের আলামত তুলে আনলেও মিয়ানমার ওই অভিযোগকে ‘অতিকথন’ কিংবা ‘গুজব’ আখ্যায়িত করে উড়িয়ে দেয়।
×