ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাড়ির হুডে মাছ ভাজা

প্রকাশিত: ০৭:২৬, ১০ জুন ২০১৮

গাড়ির হুডে মাছ ভাজা

পূর্ব চীনের শ্যানদং প্রদেশের বিনঝউ শহরে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গাড়ির হুডের ওপর মাছ ভাজার মতো বিস্ময়কর কাজ করে দেখালেন এক চীনা নারী। ওই শহরের তাপমাত্রা এখন এতটাই চরমে যে, গাড়ির হুডের ওপর নিশ্চিন্তে ভেজে ফেলা যাবে মাছ। একটি কালো রঙের গাড়ির হুডের ওপর পাঁচটি ছোট আকৃতির মাছ সারিবদ্ধ করে ভাজছেন ওই নারী। -পিপলস ডেইলি চায়না উডুক্কুযান আনল কিটি হক যাত্রী নিয়ে আকাশে উড়বে এমন যান উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কিটি হক। উড়ুক্কুযানকে মানুষের ‘দৈনন্দিন জীবনের অংশ’ করার লক্ষ্যে ‘ফ্লাইয়ার’ নামের এই যানটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। মাত্র একজনকে উড়িয়ে নিয়ে যেতে পারবে এটি। তিন মিটার উচ্চতায় ঘণ্টায় সর্বোচ্চ ২০ মাইল বেগে উড়তে পারে উড়ুক্কুযানটি। নতুন এই উডুক্কুযানটির সবচেয়ে আকর্ষণীয় দিক বলা হচ্ছে, এটি অত্যন্ত নিঃশব্দে চলে। -মিরর
×