ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি

প্রকাশিত: ০৭:২৫, ১০ জুন ২০১৮

বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল স্থলবন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৩ জুন ভোর ৪টার দিকে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন লাগলে সেটা অন্যান্য ট্রাকে ছড়িয়ে পড়ে। পরে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভারতীয় পণ্যবোঝাই ১০-১২টি ট্রাক ও বেশ কিছু মোটরসাইকেল পুড়ে গেছে। এ বিষয়ে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করতে পারেনি। স্থানীয় বন্দর ব্যবসায়ীরা বলেন, দেশের প্রধান এ স্থলবন্দরে এর আগেও ৮ বার আগুন লেগেছে। সর্বশেষ ২০১৬ সালের ২ অক্টোবর ২৩ নং শেডে আগুন লেগে শত কোটি টাকার পণ্য পুড়ে যায়। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসে আগুন নেভানোর ব্যবস্থা পর্যাপ্ত নেই বলে সবসময়ই তা ছড়িয়ে পড়ে। এছাড়া শুক্র ও শনিবার বন্ধ থাকায় ভারতীয় ট্রাকচালকরা ট্রাক রেখে ভারতে ফিরে যান। ট্রাকচালকরা ঘটনাস্থলে থাকলে কিছু ট্রাক আগুনের হাত থেকে রক্ষা করা যেত। এই বন্দরে বিভিন্ন সময় ঘটা অগ্নিকা-ে প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। যার কোন ক্ষতিপূরণ আজও পাননি আমদানিকারকরা। বন্দর কর্তৃপক্ষ বন্দরে রক্ষিত মালামালের কোন বীমাও করেন না রহস্যজনক কারণে। বিভিন্ন সময় সংঘটিত অগ্নিকা-ে তদন্ত কমিটি গঠিত হলেও সেটা ধামাচাপা পড়ে যায়। বন্দরের নিরাপত্তা কর্মীরা জানান, ৩ জুন সেহ্রি খাওয়ার পরপরই হঠাৎ বন্দরের ট্রাক টার্মিনালের ভেতরে ভারতীয় একটি পণ্যবোঝাই ট্রাকে আগুন ধরে যায়। পরে তা মুহূর্তে অন্যত্র ছড়িয়ে পড়ে। বিষয়টি বন্দর কর্মকর্তাদের জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
×