ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিপোতে আগুনে বিআরটিসির ১৫টি বাস পুড়েছে

প্রকাশিত: ০৭:২৫, ১০ জুন ২০১৮

ডিপোতে আগুনে বিআরটিসির ১৫টি বাস পুড়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে আগুন লেগেছে। শুক্রবার রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। বিমানবন্দর সড়কের পাশের এই ডিপোতে ঈদের এক সপ্তাহ আগে শনিবার প্রথম প্রহরে এই অগ্নিকা- ঘটে। কীভাবে এই আগুন লাগল, তা জানা যায়নি। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটির জোয়ারসাহারা ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সম্ভবত রাত একটা থেকে দেডটার দিকে আগুন লেগেছে। সে সময় আমাদের কর্মীরা রাতের শিফটে কাজ করছিল। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, তাদের গাড়িটিও এসেছিল। তবে পানি না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। পরে পাশের একটি পাম্প থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। আগুনে ১৫টি বাস পুড়েছে জানিয়ে মনিরুজ্জামান বলেন, এর মধ্যে আটটি বাস অকেজো। এছাড়া চারটি ডবল ডেকার, দুটি সিঙ্গেল ডেকার এবং একটি মিনিবাস। উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, উত্তরা, কুর্মিটোলা ও বারিধার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দ্রত ঘটনাস্থলে পৌঁছার কারণে ডিপোতে রক্ষিত অনেকগুলো বাস আগুন থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে সফিকুল বলেন, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
×