ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির পরবর্তী কর্মসূচী শান্তিপূর্ণ হবে না ॥ মওদুদ

প্রকাশিত: ০৭:২৪, ১০ জুন ২০১৮

বিএনপির পরবর্তী কর্মসূচী শান্তিপূর্ণ হবে না ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে পরবর্তীতে যে কর্মসূচী দেয়া হবে সেটা শান্তিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত ‘বিনা বিচারে হত্যাকা- ও মৌলিক অধিকার’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকা-ের বিচার করা হবে। মওদুদ বলেন, মাদক নিয়ন্ত্রণের নামে দেশে যে হত্যাকা- হচ্ছে তার অধিকার কে দিয়েছে? বিনা বিচারে এমন হত্যাকা- কোন আইনে করা হচ্ছে? কে মাদক ব্যাবসায়ী, কে মাদক সম্রাট তার তালিকা করল কারা? বড় বড় মাদক ব্যবসায়ীদের না ধরে চুনোপুঁটিদেরকে হত্যা করা হচ্ছে। করাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে নিয়ে তাঁর সুচিকিৎসার দাবি জানাচ্ছি। তা না হলে যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায় এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। খালেদা জিয়ার কারাভোগ নিয়ে তিনি বলেন, আমাদের নেত্রী কারাগারে, তার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমি কোন দিন শুনিনি, জামিনের বিরুদ্ধে লিভ দেয়া হয়। সরকারকে উদ্দেশ্য করে মওদুদ বলেন, যতই বিলম্ব করুন, খালেদা জিয়ার জামিন হবে। এটা তাঁর মৌলিক অধিকার। যেদিন খালেদা জিয়া বের হবেন সেদিন কি হবে সেই ভয়ে ভীত সরকার। সরকার জানে খালেদা জিয়া বের হলে কী হবে। তিনি বের হলে আমরা আর ২০ দলের মধ্যে সীমাবদ্ধ থাকব না। দেশের যতো গণতান্ত্রিক শক্তি আছে সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। মওদুদ বলেন, মাদকের বিস্তারের জন্য দায়ী সরকার নিজেই। গত ১০ বছর ধরে তারা ক্ষমতায়। এতদিন কি কোন উদ্যোগ ছিল মাদক নিয়ন্ত্রণের? যদি থাকত তাহলে আজ এভাবে মাদক নিয়ন্ত্রণের নামে অভিযান পরিচালনা করতে হতো না। তিনি বলেন, নির্বিচারে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে সরকার। তাই প্রতিটি হত্যাকা-ের জন্যই তাদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ব্যারিস্টার মওদুদ বলেন, ব্যাংকের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের কোন পদক্ষেপ নেই।
×