ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাড়ি ও লুঙ্গি বিতরণ

প্রকাশিত: ০৭:০৭, ১০ জুন ২০১৮

শাড়ি ও লুঙ্গি বিতরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার ১৫ হাজার নারী-পুরুষকে ঈদ উপহার হিসেবে একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে এসব নারী-পুরুষদের মধ্যে আনুষ্ঠানিক শাড়ি-লঙ্গি বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেগম তহুরা হক। এমপি এনামুল হক বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ২০ বছর ধরে তিনি তার এলাকার মানুষদের উপহার দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও ব্যক্তি উদ্যোগে এলাকার গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার দিয়েছেন। তার এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শাড়ি বিতরনের আগে এমপি এনামুল বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এলাকার মানুষের জন্য তার ছোট্ট উপহার। মাদকবিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ জুন ॥ গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে শনিবার স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বিশাল জাতীয় পতাকা নিয়ে মাদকবিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। গাইবান্ধা পুলিশ র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পরে শহীদ মিনার চত্বরে গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম সিদ্দিকুর রহমান, আবু বকর সিদ্দিক, সাংবাদিক আবু জাফর সাবু প্রমুখ।
×