ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

প্রকাশিত: ০৭:০৫, ১০ জুন ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ বাস-মাইক্রোর সংঘর্ষে চট্টগ্রাম ও সিদ্ধিরগঞ্জে দুজন করে চারজন, নওগাঁ, পঞ্চগড় ও বগুড়ায় একজন করে নিহত হয়েছেন।- খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম ॥ সাতকানিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে রয়েছেন আবদুর রাজ্জাক (৩৫)। তবে নিহত নারীর নিশ্চিত পরিচয় মেলেনি। আহতরা হলেন-শামসুল আলম, রাফি মির্জা, অরুন দাশ, টিপু, আকরাম, ইসমাইল ও বিল্লাল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেরানীরহাট গরু বাজার এলাকার উত্তর পার্শে¦ কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহত হওয়ার এ ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী একটি ট্রাক ব্যাটারি চালিত একটি অটো রিক্সাকে চাপা দিলে চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো- অটো চালক মনির হোসেন (৩০) ও যাত্রী মাহবুব আলম (২৯)। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৩টায় গোদনাইল ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত একটি অটো রিক্সাকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটো চালক এবং অটোতে থাকা এক যাত্রী নিহত হয়। নিহত অটো চালক মনির হোসেন নরসিংদীর মনোহরদি হরিনারায়ণপুর এলাকার রতন মিয়ার ছেলে ও যাত্রী মাহবুব আলম শরীয়তপুর জেলার ডামুড্যা বুরুয়া গ্রামের চাঁন মিয়া মৃধার ছেলে। নওগাঁ ॥ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাদেবপুরে ট্রাকের চাপায় শামছুল আলম (৪৮) নামে এক মোটরবাইক আরোহী ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামছুল আলম মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে। জানা গেছে, এ দিন সকালে শামছুল আলম গ্রামের বাড়ি থেকে মোটরবাইক যোগে উপজেলা সদরে আসছিলেন। অপরদিকে মহাদেবপুর থেকে নওগাঁগামী একটি ট্রাক দ্রুত গতিতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইককে চাপা দিলে শামছুল আলম ট্রাকের নিচে চাপা পড়ে রাস্তার পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পঞ্চগড় ॥ ট্রাকের ধাক্কায় তবিবর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পঞ্চগড়ে ব্যারিস্টার বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তবিবর রহমানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার পশ্চিম মোলানীপাড়া এলাকায়। সে পেশায় একজন রাজমিস্ত্রি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টায় তবিবর রহমান বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে পঞ্চগড় জেলা শহরে যাচ্ছিল। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়া ॥ শনিবার সকাল ছ’টার দিকে বগুড়া-গাবতলি সড়কের চকবোচাই ভবের বাজার এলাকায় বগুড়াগামী সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে গাবতলিগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছে। হতাহতরা সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ছিল। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৪১)। তার বাড়ি বগুড়ার ঠনঠনিয়া এলাকায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×