ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষ্ক্রিয় বিএনপি সক্রিয় জামায়াত

প্রকাশিত: ০৭:০৫, ১০ জুন ২০১৮

নিষ্ক্রিয় বিএনপি সক্রিয় জামায়াত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এখনও বিএনপির প্রার্থিতা নিয়ে নেতারা চুপ থাকলেও প্রচারে নেমেছে বিএনপি জোটের অধীনে থাকা জামায়াত। নগরজুড়ে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সিদ্দিক হোসেনের ফেস্টুন দেয়া হয়েছে। এ ছাড়াও অন্তরালে থেকে তাদের গণসংযোগ করছে নেতাকর্মীরা। এবারের নির্বাচনে বর্তমান মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল প্রার্থী হবেন কী না তা এখনও নিশ্চিত নন। বিভিন্ন সময় দেয়া তার বক্তব্যে এবার ভোটে অংশ না নেয়ার ইঙ্গিত পাওয়া গেছে মেয়রের কাছ থেকে। আর দলের নেতাকর্মীরা তাকিয়ে রয়েছে হাই কমান্ডের দিকে। বর্তমান মেয়র ও বিএনপির নেতাকর্মীদের ভোট নিয়ে নিষ্ক্রিয়তায় গুঞ্জন উঠেছে এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত প্রার্থীকে বিএনপি ছাড়া দিচ্ছেন কী না। রাজশাহী মহানগর বিএনপির একটি সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দল এবং জামাতের অনড় অবস্থানের কারণেই রাজশাহী সিটিতে প্রার্থী হওয়ার সাহস পাচ্ছে না বর্তমান মেয়র বুলবুল। মেয়র পদের প্রার্থী নিয়ে রাজশাহী বিএনপিতে মতবিরোধ রয়েছে। ২০ দলীয় জোটের বড় শরিক দল হিসেবে আবার রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র পদ চাইছে জামায়াত। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সব সিটিতে সরে গেলেও রাজশাহীতে তারা কোন অবস্থাতেই সরবে না। ২০ দলীয় জোটের দলগুলোর মধ্যে নিজের অবস্থান ভাল বলে দাবি করছে জামায়াত। রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আবু সেলিম জানান, ‘আমরা নগর সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসেনকে প্রার্থী হিসেবে ঠিক করে রেখেছি। প্রস্তুতিও রয়েছে। প্রচারও চালানো হচ্ছে। এখন কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। কেন্দ্রের নির্দেশ পেলে তারা আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নামবেন।’ তবে ২০ দলীয় জোটের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশন জামায়াতকে ছাড় দেয়া হচ্ছে কী না জানতে চাইলে জামায়াতের নেতা আবু সেলিম বলেন, ‘শুরু থেকেই আমরা একটি সিটি কর্পোরেশন চেয়ে আসছি। এর মধ্যে আমাদের প্রথম পছন্দ রাজশাহী। আর দ্বিতীয় সিলেট। তবে আমাদের ছেড়ে দেবে কী না তা শুধু কেন্দ্র বলতে পারবে। সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।’ নগর বিএনপির সভাপতি ও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেয়া বা প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখন আসেনি। গাজীপুর সিটি নির্বাচনের পর দলের নির্বাহী কমিটি এ নিয়ে সিদ্ধান্ত নেবে। রাজশাহী জামায়াতকে ছেড়ে দেয়ার গুঞ্জনের বিষয়ে মেয়র বুলবুল বলেন, রাজশাহীতে বিএনপির এমন অবস্থান হয়নি যে অন্য কোন দলকে ছেড়ে দিতে হবে। রাজশাহী এখনও বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে গেলে বিএনপি রাজশাহীতে কোনদিন কাউকে ছাড় দেবে না। রাজশাহীতে এককভাবে নির্বাচন করার সামর্থ ও জনপ্রিয়তা বিএনপির রয়েছে বলেও দাবি করেন তিনি। এ দিকে প্রার্থীরা নিয়ে বিএনপি ও জামায়াত দোটানায় থাকলেও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই সরগরম করে রেখেছেন তিনি ভোটের মাঠ। এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারে রাজশাহীতে শুরু হয়ে গেছে ভোটের উৎসব।
×