ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গাবালীতে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

প্রকাশিত: ০৭:০৩, ১০ জুন ২০১৮

রাঙ্গাবালীতে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের পূর্ব কাউখালী গ্রামে একটি মাছের ঘেরে রাতের আঁধারে বিষ ছিটিয়ে অন্তত ২০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। মালিকানা না দেয়ায় বিরোধের জের ধরে শত্রুতাবশত এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পূর্ব কাউখালী গ্রামের মৎস্যচাষী জয়নুল আবেদীন মৃধা, মনিরুজ্জামান মনির, নেসার হাওলাদার, সানু বেপারী, মামুন হাওলাদার ও ফকিজ হাওলাদারের যৌথ মালিকানাধীন ১৩০ একর আয়তনের মাছের ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করা হয়। এর প্রভাবে সকাল থেকে বাগদা এবং গলদা চিংড়ি প্রজাতির বেশ কয়েক মণ মাছ মরে ভেসে ওঠে। চলতি বছরের শুরুতে ঘেরটিতে বাগদা-গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির ১৭ লাখ টাকার মাছের পোনা ছাড়া হয়েছিল। এর মধ্যে পোনা বড় হয়ে উঠেছিল। ঘের পরিচালনার দায়িত্বে নিয়োজিত মনিরুজ্জামান অভিযোগ করে জানান, স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ টাকা না দিয়েই ঘেরে মালিকানার শেয়ার হতে অনেকদিন ধরে চাপ দিয়ে আসছে। মালিকানার অংশ না দেয়ায় প্রভাবশালীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধমকিও দিয়ে আসছে।
×