ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে সরকারী রেকর্ডীয় রাস্তা জবরদখল ॥ উত্তেজনা

প্রকাশিত: ০৭:০৩, ১০ জুন ২০১৮

পীরগঞ্জে সরকারী রেকর্ডীয় রাস্তা জবরদখল ॥ উত্তেজনা

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৯ জুন ॥ পীরগঞ্জ উপজেলায় সরকারী রেকর্ডীয় রাস্তা জবরদখল করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার ৩ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ইউএনও বরাবরে এলাকাবাসী গণ অভিযোগ করেছে। জানা গেছে, পীরগঞ্জ ৬নং ইউনিয়নের চাপোড় মৌজায় অরুনিমা অটো রাইস মিলের মালিক আব্দুল জলিল তার পুত্র আদনান কবির (রনি), শহীদ আতাউর রহমান নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বাঁশগাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামসহ ৮/১০ জন অজ্ঞাত ব্যক্তি উক্ত অটো রাইস মিল সংলগ্ন পশ্চিম পার্শ্বে জনসাধারণের চলাচলের জন্য সরকারী রেকর্ডীয় রাস্তা জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, মিল মালিক আব্দুল জলিল আদনান কবির (রনি) পরিকল্পিতভাবে মিলের দূষিত পানি ও মিলের ছাই রাস্তা পাশে ফেলে এলাকার পরিবেশ দূষণ করছে। রাস্তাটি দূষণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে তারা ঐ মিলটি সম্প্রসারণ করবে এবং রাস্তার উপর নির্মাণ কাজ করে মিল বড় করবে বলে একাধিক সূত্রে জানা গেছে। ইতঃপূর্বে ঐ প্রভাবশালী ৩ ব্যক্তি এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে মিলের আশপাশে বসবাস করা অসহায় ৪/৫ পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করেছে। এছাড়া মিলের পশ্চিম পার্শ্বে ১৮ বছরের আগে নির্মিত শহীদ আতাউর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সন্ত্রাসী কায়দায় ও বেআইনীভাবে ভেঙ্গে ফেলে রাতারাতি রাস্তাবিহীন জায়গায় সরিয়ে নিয়ে গেছে। ঈদুল ফিতরের পর ঐ বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্র-ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঐ ৩ ব্যক্তির মদদে এলাকায় ৮/১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী অভিযোগকারীদের নানাভাবে হয়রানি করাসহ মৃত্যুর ভয় দেখাচ্ছে বলে অভিযোগকারীরা তাদের অভিযোগে বর্ণনা করেছে। চাপোড় মৌজায় জে,এল নং-৭৬, খতিয়ান নং- সিএস ১৯, দাগ নং- ৫৮২ নং জমিতে এ ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল শিশুদের ঈদবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সেবামূলক সংগঠন ‘একতা স্পন্দন ক্লাব’ নামে একটি সংগঠন শনিবার ৪১ গরীব-অসহায় ছিন্নমূল শিশুর হাতে তুলে দেয় ঈদের কাপড় ও শিক্ষা উপকরণ। সেই সঙ্গে তাদের পরিবারের জন্য দেয়া হয় কিছু ঈদসামগ্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু সাদেক কুরাইশী। সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত কুমার সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন আবু খয়রুল কবির, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুন নবী রাজা। শনিবার ইভেন্টের দিনক্ষণ ঠিক করা থাকলেও শিশুদের মনমতো পোশাক কিনে দিতে ইভেন্টের ক’দিন আগেই ওদের নিয়ে হাজির হয় শহরের মৌচাক সুপার মার্কেটে।
×