ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে বখাটের হুমকিতে কলেজ ছাত্রী ঘরছাড়া

প্রকাশিত: ০৭:০২, ১০ জুন ২০১৮

চিতলমারীতে বখাটের হুমকিতে কলেজ ছাত্রী ঘরছাড়া

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক বখাটের হুমকিতে কলেজছাত্রী সাদিয়া আক্তার ও তার মা ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সাদিয়া কলাতলা স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাস করেছেন। ওই বখাটের হাত থেকে রেহাই পেতে শনিবার দুপুরে এলাকাবাসী ও সাদিয়ার পরিবারের লোকজন চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন। উপজেলার কলাতলা গ্রামের মুক্তিযোদ্ধা মফিজ মিয়ার স্ত্রী শাহানারা বেগম জানান, তার নাতনি সাদিয়া আক্তারকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মনির শেখের বখাটে ছেলে সাব্বির শেখ প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাবে সাদিয়া রাজি না হয়ে বিষয়টি পরিবারকে জানালে সাব্বিরের বিরুদ্ধে থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করা হয়। ফরিদপুরে ডাকাতের আঘাতে আহত তিন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ জুন ॥ নগরকান্দায় ডাকাতের অস্ত্রের আঘাতে তিন ব্যক্তি আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে এক ডাকাতকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের নিকট সোপর্দ করে। শনিবার ভোর পাঁচটার দিকে নগরকান্দা- ছাগলদি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার গভীর রাত থেকে ৭/৮ জনের একটি ডাকাত দল নগরকান্দা-ছাগলদি আঞ্চলিক সড়কে একটি ইটভাঁটির কাছে অবস্থান নিয়ে সড়কে ডাকাতি করছিল। উক্ত স্থানে ডাকাতি হচ্ছে এ সংবাদে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে। ডাকাত দল দৌড়ে পালিয়ে গেলেও রায়েব আলী নামে এক ডাকাতকে জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ওই সময় এ সময় ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে তিন ব্যক্তি আহত হন। আহতরা হলেন, উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মোঃ আরিফ হোসেন, মোঃ রমজান শেখ ও আহাদ হোসেন । আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×