ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিরসা মুণ্ডা দিবস পালন

প্রকাশিত: ০৭:০২, ১০ জুন ২০১৮

রাজশাহীতে বিরসা মুণ্ডা দিবস পালন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসী নেতা বিরসা মুণ্ডার ১১৮তম আত্মত্যাগ দিবস রাজশাহীতে উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন সিসিবিভিও ও রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। রাজশাহীর গোদাগাড়ী রাজাবাড়িহাট এলাকায় র‌্যালি শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের সমন্বয় কমিটির সভাপতি প্রসেন এক্কার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান, গোলাই রক্ষাগোলার মোড়ল ও সিসিবিভিওর নির্বাহী সদস্য রঘুনাথ সিং, রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম রেজা প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, পাথরঘাটা গ্রাম সমাজ সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠক মানিক এক্কা। র‌্যালি ও আলোচনা সভায় ৩০টি ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ২৭৫ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বজ্রপাতের শব্দে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় বজ্রপাতের শব্দে বেল্লাল হোসেন নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু বেল্লাল হোসেন বালুইগাছা গ্রামের মোঃ ইব্রাহিম হোসেন খোকনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বালুইগাছা গ্রামে আকস্মিক বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতের শব্দে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু বেল্লাল আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×