ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বপ্ন সুপার শপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৬:১৬, ১০ জুন ২০১৮

স্বপ্ন সুপার শপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে শ্বশুরবাড়িতে বেসরকারী কোম্পানির এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। ডেমরায় নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুরের কাজীপাড়ায় শ্বশুরবাড়িতে জিন জিরান হাসান (৩৫) নামে বেসরকারী একটি কোম্পানির কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্বপ্ন সুপার শপে হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। নিহতের স্বজনদের দাবি, তাকে বউ-শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেছে। খবর পেয়ে শুক্রবার ভোরে মিরপুর থানা পুলিশ কাজীপাড়ার ৭৭৮ নম্বর বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে জিন জিরান হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ইব্রাহিমপুর গ্রামে। নিহতের মামা রাজীব হাসান জানান, গত ফেব্রুয়ারিতে ৭৭৮ নম্বর বাড়ির মালিকের মেয়ে হাসিনা আক্তার তৃণাকে (৩১) তার ভাগ্নে বিয়ে করে। বিয়ের সময় জানতে পারেন তার স্ত্রীর আগে একবার বিয়ে হয়েছিল। ওই পক্ষের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে ওই বাড়ির দোতলার ফ্ল্যাটে বসবাস করতেন তারা। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে জিন জিরান আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়া হয়। তারা এসে জিন জিরানকে গলায় তোয়ালে পেঁচানো লাশ মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার কথা বললেও জিন জিরানের জিহবা বের হওয়া ছিল না। রাজীব হাসান জানান, এতে বোঝা যাচ্ছে তার ভাগ্নে আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, তাকে হত্যা করা হয়েছেÑ নাকি আত্মহত্যা। তা নিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। ছয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ ডেমরা রূপসী পল্লী এলাকায় ছয় তলা ভবন থেকে পড়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত হায়দার আলী। বাড়ি পটুয়াখালী জেলা সদরের পানপট্টি গ্রামে। তিনি সিদ্ধিরগঞ্জের ফারুক কমিশনারের বাড়িতে থাকতেন। মৃতের মা হামিদা আক্তার জানান, শনিবার সকাল দশটার দিকে ডেমরা রূপসী পল্লী এলাকায় একটি ছয় তলা ভবনে কাজ করছিলেন হাবিব। কাজ করার সময় তিনি হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, স্ত্রীর শাহনাজ আক্তার ও তার একমাত্র পুত্র সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জের ফারুক কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন হাবিব। হাবিব এক ছেলে সন্তানের জনক ছিলেন। ডেমরা থানার উপপরিদর্শক আবদুল কুদ্দুস ঘটনা সত্যতা স্বীকার করে জানান, বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×