ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় ৪৩ মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৬:১০, ১০ জুন ২০১৮

ঢাকায় ৪৩ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান। চলমান এই অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে খিলগাঁও ও রামপুরা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চালিয়ে ৪৩ জন মাদক বিক্রেতা ও ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার দুপুর ১টার দিকে থানা পুলিশসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ অভিযান শুরু হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, খিলগাঁওয়ের মহাজের কলোনি ও রামপুরা থানা এলাকার তালতলা সিটি কর্পোরেশন মার্কেটে অভিযান মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়। অভিযানে থানা পুলিশের সঙ্গে ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যসহ ডগ স্কোয়াড অংশ নেয়। টানা প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে ৪৩ জন মাদক বিক্রেতা ও ক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও চার পুরিয়া হেরোইন। ডিসি আনোয়ার হোসেন জানান, যাচাই-বাছাইয়ের পর রাতে এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
×