ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের যানে ভাংচুর চালিয়ে পরিচয় দিল সরকারী দলের লোক বলে

প্রকাশিত: ০৬:০৮, ১০ জুন ২০১৮

জনকণ্ঠের যানে ভাংচুর চালিয়ে পরিচয় দিল সরকারী দলের লোক বলে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ওয়ারীর টিকাটুলি এলাকায় দৈনিক জনকণ্ঠের একটি সিএনজি ফিল্মি স্টাইলে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। বেধড়ক মারধর করেছে চালককে। চালক বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজিটির সামনের কাচে দৈনিক জনকণ্ঠের স্টিকার লাগানো ছিল। ভাংচুর করার পর সিএনজিটি জনকণ্ঠের বলে চালক জানালে সন্ত্রাসীরা নিজেদের সরকার দলীয় লোক বলে দাবি করে সদর্পে চলে যায়। পরিকল্পিতভাবে সরকারবিরোধী বা স্বাধীনতাবিরোধী কোন গোষ্ঠী ঘটনাটি ঘটিয়ে সরকারদলীয় লোকজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিতেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে ধারণা করছে পুলিশ। শনিবার বিকেল চারটার দিকে টিকাটুলি হাটখোলা রোডে ঘটনাটি ঘটে। দৈনিক জনকণ্ঠের ঢাকা মেট্রো-দ-১১-২৪৪ নম্বর সিএনজির চালক নিরঞ্জন জানান, তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মফিজুর রহমানকে নিয়ে অফিস থেকে নারিন্দার বাসায় যাচ্ছিলেন। টিকাটুলিতে ভয়াবহ যানজটে তিনি গাড়ি থামিয়ে বসেছিলেন। এ সময় উল্টো দিক থেকে ৭/৮টি মোটরসাইকেল সিএনজিটির কাছে আসে। তারা কোন কিছু বুঝে ওঠার আগেই সিএনজিটি ভাংচুর শুরু করে। বারবার সিএনজিটি দৈনিক জনকণ্ঠের বলে জানাচ্ছিলেন। কিন্তু কে শুনে কার কথা। তারা রীতিমতো ভাংচুর চালায়। বাধা দিলে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। আরোহী হিসেবে থাকা মহাব্যবস্থাপক মফিজুর রহমানকেও তারা মারতে উদ্যত হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাংচুর করে তারা ফিল্মি স্টাইলে চলে যায়। সিএনজিটি জনকণ্ঠের পরিচয় পাওয়ার পর সন্ত্রাসীরা নিজেদের সরকারী দলের লোক দাবি করে। নিরঞ্জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের মধ্যে ঢাকা মেট্রো-ল-৫৪২০ নম্বরের একটি মোটরসাইকেলের নম্বর তাৎক্ষণিকভাবে জানা গেছে। অন্যগুলো পালিয়ে গেছে। পুলিশ বলছে, হামলাকারীরা সরকার বা স্বাধীনতাবিরোধী কোন গোষ্ঠীর সদস্য হতে পারে। তারা পরিকল্পিতভাবে সিএনজিটি ভাংচুর করে সরকারদলীয় লোকজনের ঘাড়ে দোষ চাপাতেই নিজেদের সরকারদলীয় লোক পরিচয় দিয়ে থাকতে পারে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×