ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিদ্বন্দ্বী ভারত ॥ খেলা আজ

ইতিহাস গড়ে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৪, ১০ জুন ২০১৮

ইতিহাস গড়ে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ নারী এশিয়া কাপে ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে। শনিবার মালয়েশিয়াকে ৭০ রানে উড়িয়ে দিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে। একইদিন চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার টিকেট পেয়েছে ভারত। আজই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। বাংলাদেশ ফাইনালে খেলবে। তা যেন এবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটির আগেই ধারণা করা গেছে। মালয়েশিয়া যে দুর্বল দল। আর বাংলাদেশ ম্যাচটিতে জিতলেই যে ফাইনালে খেলা নিশ্চিত করে নেবে। জিতলে কোন সমীকরণই আর বাংলাদেশের জন্য বাধা হতে পারবে না। পয়েন্ট তালিকায় সেরা দুই দলের একটি হয়েই ফাইনালে খেলবে। তাই হয়েছে। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচটি হারের পর টানা চার ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে সর্বশেষ হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। মালয়েশিয়ার বিপক্ষে কুয়ালালামপুরের রয়েল সেলানগোর ক্লাব মাঠে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩০ রান করে বাংলাদেশ। ওপেনার ও উইকেটরক্ষক শামিমা সুলতানার ৪৩, আরেক ওপেনার আয়েশা রহমানের ৩১ ও ফাহিমা খাতুনের অপরাজিত ২৬ রানে তা সম্ভব হয়। শুরুতেই যে শামিমা ও আয়েশা মিলে ৫৯ রানের জুটি গড়েন, সেখানেই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে সানজিদা ইসলাম (১৫) ও ফাহিমা মিলে যখন ৩৬ রানের জুটি গড়েন তখন বাংলাদেশের জেতার রান দাঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত মালয়েশিয়াকে ৬০ রানের বেশি করতেও দেয়নি বাংলাদেশ। রুমানা আহমেদের (৩/৮) অসাধারণ ঘূর্ণিতে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ৬০ রান করে মালয়েশিয়া। তাতে করে বড় হারও হয় স্বাগতিক মালয়েশিয়ার। বাংলাদেশ জিতে ফাইনালে খেলা নিশ্চিত করে ইতিহাস গড়ে। বাংলাদেশ যেখানে প্রথমবার ফাইনালে খেলছে, সেখানে ভারত প্রতিবারই ফাইনালে খেলেছে। এবার নিয়ে সপ্তমবারের মতো হচ্ছে এশিয়া কাপ। প্রথম চারবার (২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৮ সাল) ওয়ানডে ফরমেটে হয়েছে এ টুর্নামেন্ট। এবারসহ পরের তিনবার (২০১২, ২০১৬ ও ২০১৮ সাল) হচ্ছে টি২০ ফরমেটে। প্রতিবারই ভারত ফাইনালে খেলেছে। টানা ছয়বার চ্যাম্পিয়নও হয়েছে। নারী এশিয়া কাপ টুর্নামেন্ট মানেই ভারত চ্যাম্পিয়ন। সেই কথা সবারই মুখে। কিন্তু এবার এমন এক দলের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত, যে দলটি প্রথমবারের মতো ফাইনালে খেলছে। লীগপর্বে ভারতকে হারিয়েছে। লীগপর্বে ভারত একটি ম্যাচেই হেরেছে। সেটি বাংলাদেশের বিপক্ষে। ভারতকে এর আগে কখনই হারাতে পারেনি বাংলাদেশ। এবার প্রথমবারের মতো হারিয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে। যা এর আেগে কখনই বাংলাদেশ ক্রিকেটে দেখা যায়নি, সেটি পুরুষ দল হোক কিংবা নারী দল। এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা যায়নি। এবার নারী দল যদি আজ ফাইনাল জিতে যায় তাহলে সেই ইতিহাস গড়বে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি শেষ হতেই তার ফয়সালাও হয়ে যাবে। প্রথমবারের মতো ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নাকি আবারও এবং টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হবে ভারত।
×